যে যে বিষধর সাপের কামড়ে আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষের মৃত্যু হয়

সাপে আমাদের সবারই ভয় লাগে। শহর এবং বিশেষ করে গ্রাম্য অঞ্চলে প্রায়ই সাপের কামড়ে মৃত্যুর কথা শোনা যায়। আমাদের রাজ্যে অনেক প্রকারের বিষধর সাপ দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রধানত ৪টি সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়।

Updated By: Jun 1, 2016, 04:40 PM IST
যে যে বিষধর সাপের কামড়ে আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষের মৃত্যু হয়

ওয়েব ডেস্ক: সাপে আমাদের সবারই ভয় লাগে। শহর এবং বিশেষ করে গ্রাম্য অঞ্চলে প্রায়ই সাপের কামড়ে মৃত্যুর কথা শোনা যায়। আমাদের রাজ্যে অনেক প্রকারের বিষধর সাপ দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রধানত ৪টি সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়।

১) গোখরো (ফণাধর নার্ভবিষ)

২) কেউটে (ফণাধর নার্ভবিষ)

৩) চন্দ্রবোড়া (রক্ত কনিকা ধ্বংশকারী)

৪) কালাচ (ফণাহীন নার্ভ বিষ)

এছাড়া আছে মারাত্মক বিষধর শাঁখামুটি , কিন্তু তা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। কারণ শাঁখামুটি এতোই শান্ত যে, ওর কামড়ে মৃত্যুর কোনো ইতিহাস নেই । আমাদের এলাকার বাকি আর কোনও সাপ থেকে মৃত্যুভয় নেই।

.