চিকিত্সকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের
পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে গিয়ে বিভ্রান্তির শিকার রোগী। রোগীর পরিবারের অভিযোগ, সিউড়ি হাসপাতালের ডাক্তার অভিষেক দে প্রথমে বলেন, গল ব্লাডারে স্টোন নেই। পরে ফের পেটে ব্যথা হওয়ায় সেই ডাক্তারকেই দেখাতে যান রোগীর পরিবার। এবার ডাক্তারবাবু পরামর্শ দেন তাঁর পরিচিত একটি নার্সিংহোমে যাওয়ার। সেখানে গিয়ে আবার আর এক বিভ্রান্তি।
ওয়েব ডেস্ক : পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে গিয়ে বিভ্রান্তির শিকার রোগী। রোগীর পরিবারের অভিযোগ, সিউড়ি হাসপাতালের ডাক্তার অভিষেক দে প্রথমে বলেন, গল ব্লাডারে স্টোন নেই। পরে ফের পেটে ব্যথা হওয়ায় সেই ডাক্তারকেই দেখাতে যান রোগীর পরিবার। এবার ডাক্তারবাবু পরামর্শ দেন তাঁর পরিচিত একটি নার্সিংহোমে যাওয়ার। সেখানে গিয়ে আবার আর এক বিভ্রান্তি।
আরও পড়ুন- এই প্রথম রাজ্যে সংখ্যালঘু মহিলারাও বসছেন চালকের আসনে
প্রথমে রিপোর্ট দেখে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় গল ব্লাডারে স্টোন নেই। তার কিছুক্ষণ পরেই আবার নার্সিং হোমের তরফে রোগীকে জানানো হয় গল ব্লাডারে স্টোন আছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। ভয় দেখিয়ে টাকা আদায়ের জন্যেই নার্সিংহোম কর্তৃপক্ষ এই প্রতারণার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ রোগীর পরিবারের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেকে অভিযোগ জানিয়েছেন রোগীর পরিবার।