শিল্প প্রকল্পের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

আগামী আঠেরই নভেম্বর খড়গপুরের চেঙ্গাইলে নতুন সরকারের আমলে প্রথম শিল্প প্রকল্পের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ট্রাক্টর ইন্ডিয়া লিমিটেডের ছশো কোটি টাকার ওই প্রকল্পকে রাজ্যের শিল্প ভবিষ্যতের আশার আলো হিসেবে দেখাতে চায় নতুন সরকার।

Updated By: Nov 2, 2011, 05:20 PM IST

আগামী আঠেরই নভেম্বর খড়গপুরের চেঙ্গাইলে নতুন সরকারের আমলে প্রথম শিল্প প্রকল্পের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ট্রাক্টর ইন্ডিয়া লিমিটেডের ছশো কোটি টাকার ওই প্রকল্পকে রাজ্যের শিল্প ভবিষ্যতের আশার আলো হিসেবে দেখাতে চায় নতুন সরকার। কিন্তু রাজ্য সরকারের জমি নীতি যে শিল্পায়নের পথে অন্তরায়, সেকথাও মনে করিয়ে দিচ্ছে শিল্পমহল।রাজ্যের নতুন সরকার আসার পর কেটে গেছে ছটা মাস। কিন্তু রাজ্যের শিল্পের বন্ধ্যাত্ব কাটেনি। আগামী আঠেরই নভেম্বর খড়গপুরের চেঙ্গাইলে ট্রাক্টর ইন্ডিয়া লিমিটেডের নতুন কারখানার উদ্বোধন করে সেই খরা কাটাতে চলেছে বর্তমান সরকার। কিন্তু প্রকল্প চালু হলেও নতুন সরকারের জমি নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থার কর্ণধার সুমিত মজুমদার। ২০০৮ সালে দুশো একর জমিতে চারটি ইউনিটের কারখানা গড়ার প্রকল্প ঘোষণা করে টিল। কিন্তু ১৬৫ একর জমি সরাসরি কিনতে পারলেও বাকি ৩৫ একর জমি কিনতে পারেনি টিল। তত্কালীন বামফ্রন্ট সরকার অধিগ্রহণের অনুমতি দিলেও জমি নিয়ে রাজনৈতিক সঙ্কটের জেরে অধিগ্রহণের কাজ এগোয়নি। শেষ পর্যন্ত মূল প্রকল্প এলাকা থেকে ন কিমি দূরে বিদ্যাসাগর পার্কে ১০০ একর জমি ২৬ কোটি টাকার বিনিময়ে দেয় আগের সরকার। ক্ষমতায় আসার পর টিলকে বাকি জমি সরাসরি কিনে নেওয়ার প্রস্তাব দেয় নতুন  সরকার। বাধ্য হয়েই প্রকল্পের দুটি ইউনিট বিদ্যাসাগর পার্কে সরিয়ে নিয়ে কারখানার উদ্বোধন করছে টিল। কিন্তু একলপ্তে জমি না পাওয়ায় তাঁদের অসুবিধার কথা গোপন করেননি সংস্থার কর্ণধার। ষাট নম্বর জাতীয় সড়কের পাশে এই প্রকল্প চালু হলে সরাসরি কাজ পাবেন দুহাজার মানুষ। পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে আরও তিন হাজার জনের। রাস্তা তৈরি ও বন্দরের যন্ত্রপাতি তৈরির এই প্রকল্পকে রাজ্যের শিল্পমানচিত্রে আলোর দিশা হিসেবেই দেখছে নতুন সরকার। কিন্তু রাজ্য সরকারের জমি নীতি যে শিল্পমহলের দুশ্চিন্তা দূর করতে পারেনি তার ইঙ্গিতও মিলছে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে ই গোপী ও রজতশুভ্র মুখোটি, চব্বিশ ঘণ্টা।

.