সাইকেল-জুতো বিলির পর এ বার প্রাইমারি স্কুলে দোলনা দেবে সরকার

সাইকেল-জুতো বিলির পর এ বার প্রাইমারি স্কুলে দোলনা দেবে সরকার। দেওয়া হবে অন্যান্য খেলার সরঞ্জামও। আজ বিধানসভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

Updated By: Jun 27, 2016, 08:12 PM IST
সাইকেল-জুতো বিলির পর এ বার প্রাইমারি স্কুলে দোলনা দেবে সরকার

ওয়েব ডেস্ক: সাইকেল-জুতো বিলির পর এ বার প্রাইমারি স্কুলে দোলনা দেবে সরকার। দেওয়া হবে অন্যান্য খেলার সরঞ্জামও। আজ বিধানসভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, যে সমস্ত স্কুলে জমি আছে সেখানে দোলনা দেওয়ার কথা ভাবা হচ্ছে। পরে, সভাকক্ষের বাইরে শিক্ষামন্ত্রী জানান, শুধু দোলনাই নয়। ঢেঁকি, স্লিপের মতো শিশুদের খেলার সরঞ্জামও প্রাইমারি স্কুলে বিলি করবে সরকার। সূত্রের খবর, এ জন্য সরকারি অর্ডারও বেরিয়ে গেছে। নিজস্ব জমি আছে কি নেই তা সব স্কুলের কাছে জানতে চাওয়া হচ্ছে। জমি থাকলে স্কুলগুলি সরকারের কাছে আবেদন জানাতে পারবে। আবেদন মঞ্জুর হলেই স্কুলে পৌছে যাবে দোলনার মতো নানা খেলার সরঞ্জাম।

সবুজ সাথী প্রকল্পে স্কুলে স্কুলে সাইকেল বিলি বিধানসভা ভোটে শাসক দলকে ডিভিডেন্ড দিয়েছে। পরে জুতো বিলিও শুরু হয়। সেই তালিকাতেই এ বার দোলনা ঢুকে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

.