এবার কী মালদার 'আচ্ছে দিন' আসবে

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। ৩ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক। উত্তরবঙ্গে নতুন আদালত, CID -র নতুন দফতর, হাইওয়ের উন্নতি, আনারস নিয়ে নয়া প্রকল্প,আলোচনার টেবিলে ছিল সবই। তবে, এদিনের বৈঠকের মূল আকর্ষণ ছিল মালদা জেলা পরিষদ। কংগ্রেসের হাতে থাকা এই জেলা পরিষদ সোমবারই দখল করেছে তৃণমূল। আর মঙ্গলবারই সটান মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। জেলা পরিষদের  সভাধিপতি সরলা মুর্মুর গুরুতর অভিযোগ,

Updated By: Aug 23, 2016, 09:15 PM IST
এবার কী মালদার 'আচ্ছে দিন' আসবে

ওয়েব ডেস্ক: মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। ৩ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক। উত্তরবঙ্গে নতুন আদালত, CID -র নতুন দফতর, হাইওয়ের উন্নতি, আনারস নিয়ে নয়া প্রকল্প,আলোচনার টেবিলে ছিল সবই। তবে, এদিনের বৈঠকের মূল আকর্ষণ ছিল মালদা জেলা পরিষদ। কংগ্রেসের হাতে থাকা এই জেলা পরিষদ সোমবারই দখল করেছে তৃণমূল। আর মঙ্গলবারই সটান মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। জেলা পরিষদের  সভাধিপতি সরলা মুর্মুর গুরুতর অভিযোগ,

উন্নয়নের কোনও টাকা পাওয়া যেত না। বিরোধী দলে ছিলাম বলে সব উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল। বার বার দরবার করেও কোনও সুরাহা হয়নি।  উন্নয়নের জন্যই তাই দল বদল। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো কী কী কাজ করতে চাই তার তালিকা পাঠাবো, আশা করি এবার আর টাকার অভাব হবে না।

বিরোধী দলে থাকলে যে উন্নয়নের টাকা পাওয়া যায় না এই তত্ত্ব প্রশাসনিক বৈঠকে এসেই জানিয়ে দিয়ে দেলেন সদস্য জার্সি বদলানো মালদা জেলা সভাধিপতি।

.