নন্দীগ্রামে অধিগ্রহণের নোটিস পাঠাল সরকার
নন্দীগ্রামে এবার জমি অধিগ্রহণের নোটিস পাঠাল তৃণমূল সরকার। অভিযোগ উঠেছে, জমি দিতে অনিচ্ছুকদের হুমকি দিচ্ছে স্থানীয় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বাজারে যানজট এড়াতে বাইপাস রাস্তা তৈরি হবে। সেই জন্য প্রায় তিন একর জমি অধিগ্রণ করা হচ্ছে। কিন্তু কৃষকদের সঙ্গে কোনও আলোচনা না করেই জমি অধিগ্রহণের নোটিশ পাঠানো হয়েছে।
নন্দীগ্রামে এবার জমি অধিগ্রহণের নোটিস পাঠাল তৃণমূল সরকার। অভিযোগ উঠেছে, জমি দিতে অনিচ্ছুকদের হুমকি দিচ্ছে স্থানীয় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বাজারে যানজট এড়াতে বাইপাস রাস্তা তৈরি হবে। সেই জন্য প্রায় তিন একর জমি অধিগ্রণ করা হচ্ছে। কিন্তু কৃষকদের সঙ্গে কোনও আলোচনা না করেই জমি অধিগ্রহণের নোটিশ পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম, গদাইবলবাড়, তারাচাঁদবাড় মৌজার প্রায় ১৪০ জন কৃষকের জমি অধিগ্রহণ করা হচ্ছে। এখানেই শেষ নয় অনিচ্ছুক কৃষকদের জমি দিয়ে দেবার জন্য জোরও করা হচ্ছে বলে অভিযোগ। অনিচ্ছুক কৃষকদের অভিযোগ, প্রশাসন ডেসিমিল প্রতি মাত্র সতের হাজার টাকা দিচ্ছে। যেখানে বাজারদর অনেক বেশি। কৃষকদের দাবি তিন লাখ টাকা প্রতি ডেসিমিল। কৃষকদের অভিযোগ সরকারি প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁদের হুমকি দিচ্ছে খোদ তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারি।