এসপি ও বিধায়ককে স্পিকারের তলব
উত্তর দিনাজপুরে পুলিস সুপার ও কংগ্রেস বিধায়কের কাজিয়া এবার নতুন মাত্রা পেল। জেলা পুলিস সুপার দীপঙ্কর ভট্টাচার্যকে ডেকে পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই সময় হাজির থাকতে বলা হয়েছে বিধায়ক মোহিত সেনগুপ্তকেও।
উত্তর দিনাজপুরে পুলিস সুপার ও কংগ্রেস বিধায়কের কাজিয়া এবার নতুন মাত্রা পেল।
জেলা পুলিস সুপার দীপঙ্কর ভট্টাচার্যকে ডেকে পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সেই সময় হাজির থাকতে বলা হয়েছে বিধায়ক মোহিত সেনগুপ্তকেও।
আগামী সোমবার বেলা বারোটায় তাঁদের বিধানসভায় স্পিকারের ঘরে হাজির থাকতে বলা হয়েছে।
গত মঙ্গলবার রায়গঞ্জে শারদ সম্মান অনুষ্ঠানের মঞ্চে প্রকাশ্যে কাজিয়ায় জড়িয়ে পড়েন এসপি ও বিধায়ক।
এই ঘটনার প্রেক্ষিতে গতকাল স্পিকারের সঙ্গে দেখা করে তাঁর কাছে লিখিত অভিযোগ জানায় প্রদেশ কংগ্রেস পরিষদীয় দল।
তাঁদের দাবি, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এসপি-র বিরুদ্ধে। আগামী সোমবার এনিয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার।
এদিকে, আজ রায়গঞ্জ পুরসভার কংগ্রেস কাউন্সিলররাও এসপি-র বিরুদ্ধে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেন। কাউন্সিলরদের অভিযোগ, এসপি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এসপি-র এমন আচরণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ করেছেন তাঁরা। উল্টোদিকে এসপি-কে সমর্থন জানিয়ে আজ রায়গঞ্জে সই-সংগ্রহ অভিযান চলে। পথচলতি সাধারণ মানুষ অংশ নেন এই অভিযানে। দাবি ওঠে, এসপি-কে কোনওমতেই বদলি করা যাবে না।