এবার পাহাড়, ডুয়ার্সেও নামছে নো রিফিউজাল ট্যাক্সি

পুজোর মুখে পাহাড় ও ডুয়ার্সের বাসিন্দাদের জন্য সুখবর। এই প্রথম এই অঞ্চলে নামছে নো রিফিউজাল ট্যাক্সি। প্রথম পর্যায়ে ৫০০টি ট্যাক্সি নামানো হচ্ছে। এতে শুধু পাহাড় ও ডিয়ার্সের মানুষই নন, উপকৃত হবেন পর্যটকরাও।

Updated By: Sep 17, 2014, 08:53 AM IST
এবার পাহাড়, ডুয়ার্সেও নামছে নো রিফিউজাল ট্যাক্সি

ওয়েব ডেস্ক: পুজোর মুখে পাহাড় ও ডুয়ার্সের বাসিন্দাদের জন্য সুখবর। এই প্রথম এই অঞ্চলে নামছে নো রিফিউজাল ট্যাক্সি। প্রথম পর্যায়ে ৫০০টি ট্যাক্সি নামানো হচ্ছে। এতে শুধু পাহাড় ও ডিয়ার্সের মানুষই নন, উপকৃত হবেন পর্যটকরাও।

রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দার্জিলিং ও ডুয়ার্স। কিন্তু, এইসব এলাকায় বেড়াতে গিয়ে অনেকসময়েই ভাড়া নিয়ে গাড়িচালক আর পর্যটকদের মধ্যে বচসা বেধে যায়। এই সমস্যা সমাধানে উদ্যোগী হয় সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পাহাড় ও ডুয়ার্সে এবার দৌড়বে নো রিফিউজাল ট্যাক্সি।

শিলিগুড়ি শহর এমনিতেই যানজটে নাকাল হয় সারাবছর। এই অবস্থায় ফের পাঁচশোটি ট্যাক্সি নামানো হলে সমস্যা আরও বাড়বে বলে মনে করেন অটোচালকেরা।

নো রিফিউজাল ট্যাক্সিতে উঠলেই ভাড়া দিতে হবে ২৫ টাকা। ১.৭ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। পরবর্তী প্রতি ২০০ মিটারের জন্য দিতে হবে ২.৪০ টাকা করে।

.