উন্নয়ন নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না, দার্জিলিঙে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

জিটিএর পাশাপাশি পাহাড়ে উন্নয়নের কাজ করবে রাজ্য সরকারও। আজ দার্জিলিঙে  ম্যালের সভায় মোর্চাকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর বার্তা, উন্নয়ন নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না। এদিন মুখ্যমন্ত্রীর সভায় হাজির ছিলেন না মোর্চার কোনও নেতা। পাহাড়ের  উন্নয়ন নিয়ে আগামিকালই এক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই সভায় ডাকা হয়েছে জিটিএকেও।লোকসভা ভোটে দলীয় প্রর্থীর পরাজয়ের পরেও পাহাড়ে মোর্চাকে জমি ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী। এদিন ম্যালের সভায় সেই বার্তাই দিলেন তিনি।  তাঁর ঘোষণা, শুধু জিটিএ নয়, পাহাড়ে উন্নয়নের কাজ করবে রাজ্য সরকারও।  

Updated By: Jul 17, 2014, 07:03 PM IST
উন্নয়ন নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না, দার্জিলিঙে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

দার্জিলিং: জিটিএর পাশাপাশি পাহাড়ে উন্নয়নের কাজ করবে রাজ্য সরকারও। আজ দার্জিলিঙে  ম্যালের সভায় মোর্চাকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর বার্তা, উন্নয়ন নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না। এদিন মুখ্যমন্ত্রীর সভায় হাজির ছিলেন না মোর্চার কোনও নেতা। পাহাড়ের  উন্নয়ন নিয়ে আগামিকালই এক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই সভায় ডাকা হয়েছে জিটিএকেও।লোকসভা ভোটে দলীয় প্রর্থীর পরাজয়ের পরেও পাহাড়ে মোর্চাকে জমি ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী। এদিন ম্যালের সভায় সেই বার্তাই দিলেন তিনি।  তাঁর ঘোষণা, শুধু জিটিএ নয়, পাহাড়ে উন্নয়নের কাজ করবে রাজ্য সরকারও।  

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সভায় গরহাজির ছিলেন মোর্চা নেতারা।  মোর্চার দাবি, বিমল গুরুং বা জিটিএর কাউকেই  সভায় আমন্ত্রণ জানানো  হয়নি।  মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, আমন্ত্রণ জানানো হয়েছিল সবাইকেই।

এদিন বালাসন জল প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। লেপচা উন্নয়ন বোর্ডের ধাঁচে তামাঙ্গদের জন্য বোর্ড গঠনের কথা ঘোষণা করেছেন তিনি।  এছাড়াও এগারোটি উপজাতি গোষ্ঠীকে ট্রাইবাল স্টেটাস দেওয়া জন্য কেন্দ্রের কাছে রাজ্য আবেদন করবে বলেও জানিয়েছেন তিনি।   

উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা,  বিভিন্ন জনগোষ্ঠীর দাবিকে রাজ্যের তরফে গুরুত্ব দেওয়া,অন্যদিকে সভায় মোর্চা নেতাদের গরহাজিরা, এসব থেকেই স্পষ্ট পাহাড়ে মোর্চা-রাজ্য সরকার ঠান্ডা লড়াই অব্যাহত।

 

.