ডানলপে লক্ষ্মীবাম

আজ লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে ধন সম্পদের দেবীর আরাধনার প্রস্তুতি তুঙ্গে। তবে বাজার দরের আঁচে হাত পুড়েছে গৃহস্থের।

Updated By: Oct 11, 2011, 01:13 PM IST

আজ লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে ধন সম্পদের দেবীর আরাধনার প্রস্তুতি তুঙ্গে। তবে বাজার দরের আঁচে হাত পুড়েছে গৃহস্থের।
কার্যত হাত ঠেকানো যাচ্ছেনা পুজোর রসদে। সবকিছুই একধাক্কায় মধ্যবিত্তের আয়ত্বের কয়েক যোজন দূরে।
তাই কিছুটা কাঁটছাঁট করেই পুজোর বাজার সারতে বাধ্য হয়েছেন সাধারণ মধ্যবিত্ত। এই পরিস্থিতিতে ডানলপ নিয়ে মহাকরণের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় হতাশ সবক`টি শ্রমিক সংগঠন। তবে কারখানা না খোলা পর্যন্ত যৌথ সংগ্রাম কমিটির ধর্না অবস্থান চলবে বলে জানিয়ে দিয়েছেন ইউনিয়ন নেতারা।
আগামী দু`তিন দিনের মধ্যে সাসপেনসন অব ওয়ার্কের নোটিস প্রত্যাহার না হলে বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে সিটু।
এই পরিস্থিতিতে তাঁরা জানিয়ে দিয়েছেন, এ বার লক্ষ্মীপুজো করছেন না। করলেও কোনও মতে নিয়মরক্ষার পুজো হবে এ বার।

Tags:
.