শিলিগুড়ির সাফারি পার্কে এবার নাইট সাফারি?
শিলিগুড়ির সাফারি পার্কে কি নাইট সাফারি হবে? সিঙ্গাপুরে নাইট সাফারি দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী। বৈকুণ্ঠপুরের জঙ্গলে তৈরি হতে চলা সাফারি পার্কে কি তারই প্রতিফলন হবে? জল্পনা এখন তুঙ্গে।
ওয়েব ডেস্ক: শিলিগুড়ির সাফারি পার্কে কি নাইট সাফারি হবে? সিঙ্গাপুরে নাইট সাফারি দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী। বৈকুণ্ঠপুরের জঙ্গলে তৈরি হতে চলা সাফারি পার্কে কি তারই প্রতিফলন হবে? জল্পনা এখন তুঙ্গে।
সিঙ্গাপুর সফরে গিয়ে নাইট সাফারিতে মুগ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই মুগ্ধতার রেশ থেকেই কি রাজ্যে গড়ে উঠতে পারে নাইট সাফারি? সম্ভাবনা প্রবলভাবে দেখা দিয়েছে বৈকন্ঠপুরের সাফারি পার্ককে ঘিরে। আগামী বছরের ডিসেম্বরেই এই পার্কের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।
এই পার্কে ওয়াচ টাওয়ার থেকে জীবজন্তু দেখতে পাবেন পর্যটকরা। বাসে করেও জঙ্গল ঘুরে দেখতে পারবেন তারা। দুশোটি গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত সহ থাকবে বিশ্বমানের পরিষেবা। গড়ে উঠছে সাফারি পার্ক। তাই খুশি বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারাও।
ক্ষমতায় আসার পরই দার্জিলিংকে পর্যটন মানচিত্রে অন্য জায়গায় পৌছে দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কি সেই মানচিত্রে নতুন চেহারায় উঠে আসবে সেবক লাগোয়া বৈকুন্ঠপুরের জঙ্গল? এখানেই কি সিঙ্গাপুরের আদলে চালু হবে নাইট সাফারি?