ইন্টারনেটে চাকরির ফাঁদ পেতে প্রতারণা

Updated By: Jun 2, 2015, 05:25 PM IST
ইন্টারনেটে চাকরির ফাঁদ পেতে প্রতারণা

ফের চাকরির টোপ দেখিয়ে প্রতারণা। কুইকার ডট কমে একটি বহুজাতিক পানীয় সংস্থার নামে বিজ্ঞাপন দেখে চাকরির আবেদন করেন রানাঘাটের শেখ আলম। অভিযোগ, আলমের কাছ থেকে টাকা নিলেও দেওয়া হয়নি চাকরি । চাকরি না পেয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক।

কুইকার ডট কমে বিজ্ঞাপনটা দেখেই যোগাযোগ করেছিলেন রানাঘাটের বেকার যুবক শেখ আলম। উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় মিলবে চাকরি। এক মূহুর্তও সময় নষ্ট করেননি। ফোন করেছিলেন কোকাকোলা কোম্পানীর বিজ্ঞাপনে দেওয়া নম্বরে। কিন্তু চাকরি মেলেনি। শেষ পর্যন্ত চাকরি না পেয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন শেখ আলম। কুইকার ডট কমের বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করেছিলাম আমরাও। একইভাবে চাকরির টোপ দেন ওই ভুয়ো কোম্পানির কর্মকর্তা।

তদন্তে নেমে পুলিস দেখে গোটা প্রক্রিয়াটাই একটা প্রতারণার ফাঁদ। যে অ্যাকাউন্টের নম্বর দেওয়া হয়েছিল টাকা জমা দেওয়ার জন্য সেটিও ভুয়ো। যে নম্বর থেকে ফোন এসেছিল তারও কোনও অস্তিত্ব নেই। এই ধরনের প্রতারণা চক্র পুলিসের কাছে নাইজেরিয়ান ফ্রড বলে পরিচিত।

কী এই নাইজেরিয়ান ফ্রড?

ডিজিটাল দুনিয়ায় বিজ্ঞাপন
অথবা ফোনে পাতা ফাঁদ
ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
ISD বা STD নম্বর থেকে ফোন

ইন্টারনেট দুনিয়ায় এই প্রতারণার ফাঁদ এখন সর্বত্র। যার কিনারা করতে ঘাম ছুটছে গোয়েন্দাদের।

 

.