নয়াচরে নয়া বিদ্যুত্প্রকল্পের রূপরেখা

পরিবেশ দফতরের ছাড়পত্র পাওয়ার পরই নয়াচরে শুরু হবে বিদ্যুত্‍ প্রকল্পের কাজ। মঙ্গলবার নয়াচর নিয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। নয়াচরে ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলবে শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা ইউনিভার্সাল সাকসেস।

Updated By: Nov 1, 2011, 04:21 PM IST

পরিবেশ দফতরের ছাড়পত্র পাওয়ার পরই নয়াচরে শুরু হবে বিদ্যুত্‍ প্রকল্পের কাজ। মঙ্গলবার নয়াচর নিয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। নয়াচরে  ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলবে শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা ইউনিভার্সাল সাকসেস। এছাড়াও নয়াচরে দুহাজার মেগাওয়াটের বিদ্যুত্‍ প্রকল্প এবং ইকো ট্যুরিজম প্রকল্প গড়ে তোলা হবে। তবে বিদ্যুত্‍ প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পাওয়া গেলেই সে ব্যাপারে এগোবে সরকার। নয়াচরে ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলবে  শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা ইউনিভার্সাল সাকসেস। মঙ্গলবার শিল্পসদনে শিলমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। দু পক্ষের মধ্যে যে বিষয়গুলি নিয়ে মতানৈক্য ছিল সেগুলি নিয়ে আলোচনা হয়। প্রকল্প নিয়ে চুক্তির খসড়া তৈরি হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য তা পাঠানো হবে। নয়াচরে ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছাড়াও দুহাজার মেগাওয়াটের বিদ্যুত্‍ প্রকল্প এবং ইকো ট্যুরিজম প্রকল্প গড়ে তুলবে ইউনিভার্সাল সাকসেস গ্রুপ। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বিদ্যুত্‍ প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পাওয়া গেলেই সেব্যাপারে এগোবে সরকার। এদিনের বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে মত্‍স্যচাষীদের পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যুত্‍ প্রকল্পের কাজ শুরু হবে দুহাজার ষোলয়। প্রথম পর্যায়ে তেরোশ কুড়ি মেগাওয়াট বিদ্যুত্‍ উত্‍পন্ন হবে। তারপর বাকি কাজ সম্পূর্ণ হবে। দুহাজার আঠেরোর মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। একইসঙ্গে বারো হাজার কোটি টাকার একটি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হবে। প্রয়োজনে হলদিয়া থেকে নয়াচর পর্যন্ত একটি সেতু  তৈরি করা হবে। যার জন্য খরচ ধরা হয়েছে বারো হাজার কোটি টাকা।
 

.