লিলুয়ায় লাইনচ্যুত আপ পূর্বা এক্সপ্রেস
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ পূর্বা এক্সপ্রেস। হাওয়া থেকে ছাড়ার কিছুক্ষের মধ্যেই লিলুয়ার কাছে লাইনচ্যুত হয়ে যায় পূর্বা এক্সপ্রেসের এগারোটি বগি। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কয়েকজন যাত্রী।
হাওড়া: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ পূর্বা এক্সপ্রেস। হাওয়া থেকে ছাড়ার কিছুক্ষের মধ্যেই লিলুয়ার কাছে লাইনচ্যুত হয়ে যায় পূর্বা এক্সপ্রেসের এগারোটি বগি। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কয়েকজন যাত্রী।
হাওড়ার তিন, চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। লিলুয়া থেকে লোকাল ট্রেনে করে যাত্রীদের ফিরিয়ে আনা হচ্ছে হাওড়ায়। রেল সূত্রের খবর, হাওড়া থেকে একটি স্পেশাল ট্রেনে যাত্রীদের গন্তব্য পৌঁছে দেওয়া হবে।
12381 UP হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস ৮টা ১৫ মিনিটে হাওড়া থেকে রওনা হয়। ৮টা ২৫ মিনিটে দূর্ঘটনাটি ঘটে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।