নদীয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ফের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো নদিয়ার কালিগঞ্জের গোবিন্দপুরে। অভিযোগ, শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সুজিত ঘোষ নামে এক যুবক।
Updated By: Jun 30, 2013, 09:46 AM IST
ফের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো নদিয়ার কালিগঞ্জের গোবিন্দপুরে। অভিযোগ, শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সুজিত ঘোষ নামে এক যুবক।
আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফে থানায় সুজিত ঘোষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের শাস্তির দাবিতে বেশ কিছুক্ষণ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে না পেয়ে তার বাবা দিবাকর ঘোষকে আটক করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।