গৃহবধূ খুনে তৃণমূল নেতা সহ ১১ জনের ফাঁসির নির্দেশ
গৃহবধূকে খুনের ঘটনায় ১১ জনকে ফাঁসির নির্দেশ দিল আদালত। দোষীদের মধ্যে একজন তৃণমূল নেতাও রয়েছে। ঘটনাটি নদিয়ার।
Updated By: Feb 4, 2016, 02:03 PM IST
নদিয়া, ৪ ফেব্রুয়ারি : গৃহবধূকে খুনের ঘটনায় ১১ জনকে ফাঁসির নির্দেশ দিল আদালত। দোষীদের মধ্যে একজন তৃণমূল নেতাও রয়েছে। ঘটনাটি নদিয়ার।
২০১৪-র ১৩ নভেম্বর। নদিয়ার ঘুষুড়গাছিতে খুন হন গৃহবধূ অপর্ণা বাগ। সেই খুনের ঘটনায় তৃণমূল নেতা লঙ্কেশ্বর সহ ১১ জনকে ফাঁসির নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত।
জমি বিবাদের জেরেই খুন হতে হয় গৃহবধূ অপর্ণাকে। সেদিন ট্রাক্টর নিয়ে জমি দখলে যায় লঙ্কেশ্বর ঘোষ। তাদের বাধা দেন এলাকার মহিলারা। সেইসময়ই গুলি ছুঁড়তে শুরু করে লঙ্কেশ্বরের দলবল। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান অপর্ণা। শুরু হয় তদন্ত।
সেই খুনের মামলারই আজ রায় দিল কৃষ্ণনগর জেলা আদালত। দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত ১১ জনকেই।