সিমকার্ড রেখে গেল চোরেরা
অভিনব কায়দায় চুরি হল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার আদ্যাপীঠের কাছে একটি বাড়িতে। বাড়ির বাসিন্দা তরুণ আঢ্য, সাধনা আঢ্য এবং তাঁদের দুই সন্তান। বেশ কিছু দিন ধরেই সাধনাদেবীর মোবাইলে হুমকি এবং অশ্লীল এসএমএস আসছিল। বিষয়টি তিনি জানান বেলঘরিয়া থানায়। এরপরই সাধনা আঢ্যর মোবাইলে হুমকি এসএমএস আসে। তাঁদের বাড়িতে ক্ষতি করা হবে বলা হয়।
অভিনব কায়দায় চুরি হল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার আদ্যাপীঠের কাছে একটি বাড়িতে। বাড়ির বাসিন্দা তরুণ আঢ্য, সাধনা আঢ্য এবং তাঁদের দুই সন্তান। বেশ কিছু দিন ধরেই সাধনাদেবীর মোবাইলে হুমকি এবং অশ্লীল এসএমএস আসছিল। বিষয়টি তিনি জানান বেলঘরিয়া থানায়। এরপরই সাধনা আঢ্যর মোবাইলে হুমকি এসএমএস আসে। তাঁদের বাড়িতে ক্ষতি করা হবে বলা হয়।
শনিবার সন্ধের সময় এলাকায় বিদ্যুত্ বিভ্রাট হয়। তখন ছাদে গিয়েছিলেন সাধনাদেবীর ছেলে এবং মেয়ে। সাধনাদেবী বাড়ির বাইরে ছিলেন। তিনি বাড়ি ফিরে দেখেন, ঘরের ভিতরে সবকিছুই ছড়ানো-ছিঁটানো। আলো আসতেই বিষয়টি পরিস্কার হয়ে যায়। সর্বস্ব লুঠ করার পর লকারে একটি সিম কার্ড রেখে যাওয়া হয়েছে। সাধনাদেবীর অভিযোগ, ওই সিমকার্ড থেকেই তাঁকে এসএমএস করা হত। যদিও ঘটনা জানানোর পর, পুলিস ওই সিমকার্ডটি বাজেয়াপ্ত করেনি।