প্রণয় ঘটিত কারণে খুনের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার নিমাতায়
ওয়েব ডেস্ক: উত্তর চব্বিশ পরগনার নিমাতাতেও প্রণয় ঘটিত কারণে খুনের অভিযোগ উঠেছে। নিমতার ফতেল্লাপুর এলাকার বাসিন্দা আয়েষা খাতুনকে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রেমিক সাকিল উদ্দিন। অভিযোগ দীর্ঘদিন সম্পর্ক থাকার পরও বেঁকে বসে আয়েষা খাতুন। বিয়ে করতে রাজি না হওয়ায় আয়েষাকে কুপিয়ে খুন করে প্রেমিক সাকিল উদ্দিন।
ওয়েব ডেস্ক: উত্তর চব্বিশ পরগনার নিমাতাতেও প্রণয় ঘটিত কারণে খুনের অভিযোগ উঠেছে। নিমতার ফতেল্লাপুর এলাকার বাসিন্দা আয়েষা খাতুনকে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রেমিক সাকিল উদ্দিন। অভিযোগ দীর্ঘদিন সম্পর্ক থাকার পরও বেঁকে বসে আয়েষা খাতুন। বিয়ে করতে রাজি না হওয়ায় আয়েষাকে কুপিয়ে খুন করে প্রেমিক সাকিল উদ্দিন।
এদিকে , শনিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাউড়িয়া থানার নর্থ মিল রাধানগরের বাসিন্দা শেখ রফিক। তখনই পিছন থেকে তাকে গুলি করা হয়। মাথায় গুলি লাগে রফিকের। বাড়ির লোক বলছেন, খুনের পিছনে রয়েছে রফিকের বন্ধু পরভেজ।
স্ত্রী নীলমের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্ক নেই পরভেজের। এই অবস্থায় নীলমের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শেখ রফিকের। সেটাই মেনে নিতে পারেনি পরভেজ। কয়েকদিন ধরেই সে রফিককে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক পরভেজ।