ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় বেধড়ক মাড় খেলেন গৃহশিক্ষক
ছাত্রীর প্রতি অশালীন আচরণের প্রতিবাদ করেছিলেন। শাস্তি হিসেবে মাটিতে ফেলে পেটানো হল গৃহশিক্ষককে। ঘটনা বহরমপুর শহরের। ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি বাড়িতে টিউশন পড়ান মনোজ কুমার সাহা। তাঁর ছাত্রীকে কয়েকদিন ধরেই এলাকার কিছু যুবক উত্যক্ত করছিল। যার প্রতিবাদ করেছিলেন মনোজবাবু।
ছাত্রীর প্রতি অশালীন আচরণের প্রতিবাদ করেছিলেন। শাস্তি হিসেবে মাটিতে ফেলে পেটানো হল গৃহশিক্ষককে। ঘটনা বহরমপুর শহরের। ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি বাড়িতে টিউশন পড়ান মনোজ কুমার সাহা। তাঁর ছাত্রীকে কয়েকদিন ধরেই এলাকার কিছু যুবক উত্যক্ত করছিল। যার প্রতিবাদ করেছিলেন মনোজবাবু।
অভিযোগ, শুক্রবার রাতে ছাত্রীর বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর চড়াও হয় ওই যুবক ও তার সঙ্গীরা। বেধড়ক মারে তাঁর একটি হাত ভেঙে যায়। মাথাতেও আঘাত লাগে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি তিনি। ঘটনায় প্রশ্নের মুখে পুলিসের ভূমিকাও। ছাত্রীর পরিবারের অভিযোগ, ঘটনায় সময় বারবার বহরমপুর থানায় যোগাযোগ করা হলেও, পুলিস আসেনি। আজ সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রীটির পরিবার।