পাঁচ বছরের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে মাকে গণধর্ষণের অভিযোগ
পাঁচ বছরের শিশুসন্তানের মাথায় বন্দুক ঠেকিয়ে মাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার শাসনে। গতরাতে আগ্নেয়াস্ত্র এবং ভোজালি নিয়ে রাজবাটি এলাকায় তিন দুষ্কৃতী ওই মহিলার বাড়িতে চড়াও হয়।
Updated By: May 28, 2015, 09:46 PM IST
ব্যুরো: পাঁচ বছরের শিশুসন্তানের মাথায় বন্দুক ঠেকিয়ে মাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার শাসনে। গতরাতে আগ্নেয়াস্ত্র এবং ভোজালি নিয়ে রাজবাটি এলাকায় তিন দুষ্কৃতী ওই মহিলার বাড়িতে চড়াও হয়।
সারারাত ধরে চলে নির্যাতন।বুধবার রাতের কথা বলতে গিয়ে শিউরে উঠলেন নির্যাতিতা। স্বামীর তিন বন্ধু কীভাবে সারারাত নির্যাতন চালিয়েছে তার বিবরণ দিতে গিয়ে ডুকরে কেঁদে উঠলেন ।
ঘটনায় মূল অভিযুক্ত সাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিস।
নির্যাতিতার স্বামী এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।