গোর্খাল্যান্ডের দাবিতে ফিরছে মোর্চা
ফের গোর্খাল্যান্ডের দাবিতে ফিরতে চলেছে মোর্চা। তবে এবার সামনে রাখা হয়েছে সংগঠনের যুব শাখাকে। উত্তরপ্রদেশকে চারভাগে ভাগ করার প্রস্তাব ওই রাজ্যের বিধানসভায় পাশ হওয়ার পরেই উত্সাহিত যুব মোর্চা। তাদের তরফে দাবি তোলা হয়েছে, এখন দেশের মধ্যে কোথাও যদি পৃথক রাজ্য গঠন করা হয় তাহলে প্রথমে গোর্খাল্যান্ড গড়তে হবে।
ফের গোর্খাল্যান্ডের দাবিতে ফিরতে চলেছে মোর্চা। তবে এবার সামনে রাখা হয়েছে সংগঠনের যুব শাখাকে। উত্তরপ্রদেশকে চারভাগে ভাগ করার প্রস্তাব ওই রাজ্যের বিধানসভায় পাশ হওয়ার পরেই উত্সাহিত যুব মোর্চা। তাদের তরফে দাবি তোলা হয়েছে, এখন দেশের মধ্যে কোথাও যদি পৃথক রাজ্য গঠন করা হয় তাহলে প্রথমে গোর্খাল্যান্ড গড়তে হবে। এই পরিস্থিতিতেই আগামী আঠারোই ডিসেম্বর মংপুতে বড় ধরনের সমাবেশ করবে মোর্চা। ওই সমাবেশেই পৃথক গোর্খাল্যান্ড আন্দোলনের ভবিষ্যত্ কর্মসূচি ঘোষণা করবেন মোর্চা সভাপতি বিমল গুরুং। তবে পৃথক গোর্খাল্যান্ডের আন্দোলনে প্রাথমিক পর্যায়ে নেতৃত্বে থাকছে যুব মোর্চা। রাজ্য এবং কেন্দ্র সরকারের সঙ্গে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ফের সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে পাহাড়ে।