মিনাখাঁয় পাথরখাদান কর্মীরা মৃত্যু মিছিলের যাত্রী, অসুস্থ শতাধিক, সিলিকোসিসে রোগে সাত আক্রান্তর ওষুধের অভাবে মৃত্যু

উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁয় মৃত্যু হল ২ জন পাথরখাদান কর্মীর। গত দু`সপ্তাহে এনিয়ে ৭ জনের মৃত্যু হল।  অসুস্থ একশোরও বেশি। পরিবারের দাবি, সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে। এলাকায় পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল।

Updated By: Nov 19, 2013, 11:09 AM IST

উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁয় মৃত্যু হল ২ জন পাথরখাদান কর্মীর। গত দু`সপ্তাহে এনিয়ে ৭ জনের মৃত্যু হল।  অসুস্থ একশোরও বেশি। পরিবারের দাবি, সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে। এলাকায় পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল।
আজ বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি দল ওই এলাকায় যাবে। উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁর গোয়ালদহ, বেদিতলা, ধুতুরদহ গ্রামগুলি থেকে ঝাড়খণ্ড, আসানসোল, বর্ধমান পাথরখাদানে কাজ করতে যান অসংখ্য যুবক।
পাথরের গুঁড়ো শরীরের মধ্যে ঢুকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন অনেকেই। সোমবার গোয়ালদহ গ্রামে মৃত্যু হয়েছে আলামিন মোল্লা ও আজগর মোল্লা নামে দুই পাথরখাদান শ্রমিকের। গত দুসপ্তাহে এনিয়ে মৃত্যু হল সাতজনের। পরিবারের দাবি, সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে। অসুস্থ একশোরও বেশি।
 
 
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পাথরখাদানে কাজ করার সময়ে পাথরের গুঁড়ো শরীরে ঢুকে সিলিকোসিসের মত রোগ হয়। চিকিত্‍সা এবং প্রয়োজনীয় ওষুধ না খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে সাত জনের।
 
 
খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যান বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন তাঁরা। এলাকায় মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয়েছে।

.