প্রধানশিক্ষক প্রার্থী, ক্লাস নিচ্ছেন মিডডে মিলের রাঁধুনি
প্রধানশিক্ষক পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী। প্রচারে ব্যস্ত। স্কুলে আসতে পারছেন না। স্কুলে ক্লাস নিচ্ছেন মিড ডে মিলের রাঁধুনি। জলপাইগুড়ির ধূপগুড়ির গাদং প্রাথমিক স্কুলের এখন এটাই ছবি।স্কুল পরিদর্শক সুখদেব প্রামাণিকের বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানশিক্ষক পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী। প্রচারে ব্যস্ত। স্কুলে আসতে পারছেন না। স্কুলে ক্লাস নিচ্ছেন মিড ডে মিলের রাঁধুনি। জলপাইগুড়ির ধূপগুড়ির গাদং প্রাথমিক স্কুলের এখন এটাই ছবি।স্কুল পরিদর্শক সুখদেব প্রামাণিকের বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
স্কুল চলছে। পড়াশুনাও হচ্ছে।
ক্লাস নিচ্ছেন স্কুলেরই মিড ডে মিলের রাঁধুনী শকুন্তলা রায়।
আপাতত রান্নাবান্নার পাঠ বন্ধ। দায়িত্ব পড়েছে কচিকাঁচাদের পড়ানোর। উপায়ই বা কী ! স্কুলের প্রধান শিক্ষক নির্মল রায় যে ব্যস্ত পঞ্চায়েত ভোট প্রচারে। তার কড়া নির্দেশেই আপাতত স্কুল শিক্ষিকার কাজ করতে হচ্ছে শকুন্তলা রায়কে।
ধূপগড়ি ব্লকের পূর্ব ডাঙাপাড়া গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাদং প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নির্মল রায়। প্রচারেই সন্ধে কাবার। স্কুলে যাওয়ার সময় কোথায়?
গাদং প্রাথমিক স্কুলে শিক্ষকের সংখ্যা দুই। প্রধান শিক্ষক ভোট প্রচারে ব্যস্ত থাকায় সহ শিক্ষক মনোরঞ্জন রায়ের পক্ষে একা স্কুল সামাল দেওয়া সম্ভব নয়। তার কাছেও তাই অগতির গতি মিড ডে মিলের রাঁধুনিই।
এভাবেই চলছে স্কুল। ২৫ জুলাই ভোট। ততদিন পর্যন্ত নাওয়াখাওয়া ভুলে ভোটযুদ্ধের লড়াইকেই পাখির চোখ করেছেন প্রধান শিক্ষক নির্মল রায়।