পোকা ধরা চাল আর পচা আলুর মিড ডে মিল, প্রধান শিক্ষক ঘেরাও বাঁকুড়ায়

পোকা ধরা চাল আর পচা আলু দিয়েই তৈরি হচ্ছিল মিড ডে মিল। প্রায়ই অসুস্থ হয়ে পড়ছিল স্কুলের ছাত্রছাত্রীরা। বারবার অভিযোগেও কোনও কাজ হয়নি। অবশেষে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।  

Updated By: Apr 10, 2015, 10:41 PM IST
পোকা ধরা চাল আর পচা আলুর মিড ডে মিল, প্রধান শিক্ষক ঘেরাও বাঁকুড়ায়

ব্যুরো: পোকা ধরা চাল আর পচা আলু দিয়েই তৈরি হচ্ছিল মিড ডে মিল। প্রায়ই অসুস্থ হয়ে পড়ছিল স্কুলের ছাত্রছাত্রীরা। বারবার অভিযোগেও কোনও কাজ হয়নি। অবশেষে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।  

বাঁকুড়ার চুয়াগাড়া সম্মিলনী বিদ্যাপীঠ। ছাত্রছাত্রীর সংখ্যা ৩২৪। স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে জ্বালানি কাঠের সঙ্গেই গাদা করা থাকে মিড ডে মিলের চাল, ডাল, আলু। দীর্ঘদিন পড়ে থেকে চালের বস্তায় পোকার বাড়বাড়ন্ত। বেশিরভাগ আলুই পচা। অভিযোগ, এই চাল-আলু দিয়েই মিড ডে মিলের রান্না হচ্ছে দিনের পর দিন। দিব্যি খাওয়ানো হচ্ছে ছাত্রছাত্রীদের। এদিন অভিভাবকরা স্কুলে গিয়ে চাল, আলুর অবস্থা দেখে বিক্ষোভে ফেটে পড়েন।  

প্রধান শিক্ষকের দাবি, নষ্ট হয়ে যাওয়া চাল দিয়ে মিড ডে মিল রান্না হয় না।

এর পরেই প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

পরে বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা।

 

.