বীরভূমের ময়ূরেশ্বর থানায় হামলায় এখনও পর্যন্ত গ্রেফতার ৯

বীরভূমের ময়ূরেশ্বর থানায় হামলার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ন জন। গতকাল রাতভর চলে পুলিসি তল্লাসি। মাজাইপাড়া সহ আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ধড়পাকড় চলছে। কার্যত পুরুষশূন্য সবকটি গ্রাম। জনরোষের মুখে পড়ে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে ময়ূরেশ্বর থানা। মারমুখী জনতার হাত থেকে বাঁচতে থানা ছেড়ে পালান ওসি রাকেশ সাধুখাঁ সহ পুলিসকর্মীরা। দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুকে ঘিরে গণ্ডগোল শুরু হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিসের একটি ভ্যান। থানা ঘেরাও করেও, পুলিসের আরেকটি জিপে আগুন ধরিয়ে দেয় জনতা। থানা ছেড়ে ব্যারাকে আশ্রয় নেয় পুলিস। পরে সিউড়ি থেকে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে, তারা ফের থানায় ফেরে। 

Updated By: Jan 16, 2016, 06:52 PM IST
বীরভূমের ময়ূরেশ্বর থানায় হামলায় এখনও পর্যন্ত গ্রেফতার ৯

ওয়েব ডেস্ক: বীরভূমের ময়ূরেশ্বর থানায় হামলার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ন জন। গতকাল রাতভর চলে পুলিসি তল্লাসি। মাজাইপাড়া সহ আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ধড়পাকড় চলছে। কার্যত পুরুষশূন্য সবকটি গ্রাম। জনরোষের মুখে পড়ে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে ময়ূরেশ্বর থানা। মারমুখী জনতার হাত থেকে বাঁচতে থানা ছেড়ে পালান ওসি রাকেশ সাধুখাঁ সহ পুলিসকর্মীরা। দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুকে ঘিরে গণ্ডগোল শুরু হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিসের একটি ভ্যান। থানা ঘেরাও করেও, পুলিসের আরেকটি জিপে আগুন ধরিয়ে দেয় জনতা। থানা ছেড়ে ব্যারাকে আশ্রয় নেয় পুলিস। পরে সিউড়ি থেকে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে, তারা ফের থানায় ফেরে। 

.