মতুয়া সংঘে ভাঙনের জন্যে দায়ী তৃণমূল,বিজেপি: বিমান

বনগাঁ লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আর ২৪ ঘন্টাও বাকি

Updated By: Feb 12, 2015, 01:16 PM IST
মতুয়া সংঘে ভাঙনের জন্যে দায়ী তৃণমূল,বিজেপি: বিমান

ওয়েব ডেস্ক: বনগাঁ লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আর ২৪ ঘন্টাও বাকি

নেই। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মতুয়া সংঘে

ভাঙনের জন্য বিজেপি ও তৃণমূলকেই দায়ী করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক

বিমান বসু। তিনি বলেন, যেভাবে একই পরিবারের দুই সদস্যকে প্রার্থী করে সংঘে

বিভাজন ঘটানো হয়েছে তা একটা সামাজিক অপরাধ।

কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুতে লোকসভা ভোটের ৮ মাসের মাথায় ফের ভোট হচ্ছে

বনগাঁয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। রাজনৈতিক টানা

পোড়েনে ঘর ভেঙ্গেছে মতুয়া সংঘের। বড়মার বড় বউ মমতাবালা ঠাকুর তৃণমূলের হয়ে

নির্বাচন লড়বেন। অন্যদিকে সদ্য তৃণমূলত্যাগী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে সুব্রত ঠাকুর

প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির প্রতীকে।

মতুয়া ভোট ভাগের সুফল তুলতে মরিয়া চেষ্টা বামেদের। সীমান্তবর্তী বনগাঁয় বামেদের

সাংগঠনিক দুর্বলতা থাকলেও ভোট ভাগাভাগিতে আসন যাবে কার দলে, ধন্দ্বে রাজনৈতিক

মহল। "আট মাসে কিছু কাজ করেনি বিজেপি। তিনবছরে রাজ্যে কোনও কাজ করেনি

তৃণমূলও', মন্তব্য বিমান বসুর। বিজেপি ও তৃণমূলকে  নিশ্চিহ্ন করতে বাম প্রার্থীদের জয়ী

করার আবেদন জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

.