মাওবাদীদের ডাকে বন্‌ধ শুরু জঙ্গলমহলে

মাওবাদীদের ডাকে জঙ্গলমহলের তিন জেলায় আজ বনধ। আইআরবি জওয়ানদের সাসপেন্ড, যৌথবাহিনীর জওয়ানদের এক মহিলার নিগ্রহ, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সন্ত্রাস সহ কয়েকটি ইস্যুতে বনধের ডাক দিয়েছে তারা।

Updated By: Oct 22, 2011, 09:04 AM IST

মাওবাদীদের ডাকে জঙ্গলমহলের তিন জেলায় আজ বনধ। আইআরবি জওয়ানদের সাসপেন্ড, যৌথবাহিনীর জওয়ানদের এক মহিলার নিগ্রহ, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সন্ত্রাস সহ কয়েকটি ইস্যুতে বনধের ডাক দিয়েছে তারা।
কয়েকদিন আগেই বিবৃতি দিয়ে বনধের কথা জানিয়েছিল মাওবাদী নেতা আকাশ। বনধকে কেন্দ্র করে তিন জেলাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে বনধের জেরে দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় লোক চলাচল কম। বাঁকুড়ার রানিবাঁধ, সারেঙ্গাতেও বনধের প্রভাব পড়েছে। পুরুলিয়াতে বনধের আংশিক প্রভাব পড়েছে। তবে তিন জেলাতেই এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক। তবে বাস বন্ধ রয়েছে। শনিবার সকালেই ঝাড়গ্রামে একটি সন্দেহজনক কৌটো ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দুবরাজপুর মোড়ে মেলা কৌটোটি থেকে দুটি তার বেরিয়ে থাকায় ল্যান্ডমাইন সন্দেহে পুলিসে খবর দেন স্থানীয় বাসিন্দারা। কৌটোবোমার খবর পেয়েই দ্রুত অকুস্থলে ছুটে যায় ঝাড়গ্রাম থানার পুলিস।

.