বিশ্বভারতী এক্সপ্রেস থেকে জঙ্গি সন্দেহে আটক এক

হাওড়া ষ্টেশন থেকেই নজরবন্দী করা হয়েছিল বীরভূমের লাভপুরের এক বাসিন্দাকে। বিশ্বভারতী এক্সপ্রেসে ওঠার পর থেকেই তাঁকে দেখে সন্দেহ করে রেল পুলিস। সেই থেকেই শুরু হয় পিছু করা। ট্রেন চলতে শুরু করে। ওই সন্দেহভাজন ব্যক্তিকে নজরে রাখে GRP। ট্রেন শক্তিগড়ের কাছাকাছি পৌঁছতেই বর্ধমান পুলিসের সাহায্যে তাঁকে আটক করা হয়। ধর্মতলা থেকে কিছু ধারালো অস্ত্র কিনে বীরভূম ফিরছিল ওই ব্যক্তি। পুলিস সূত্রের খবর, সন্দেহভাজন ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাঁর সঙ্গে JMB-এর কোনও সম্পর্ক আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করছে পুলিস। 

Updated By: Jul 4, 2016, 10:54 PM IST
বিশ্বভারতী এক্সপ্রেস থেকে জঙ্গি সন্দেহে আটক এক

ওয়েব ডেস্ক: হাওড়া ষ্টেশন থেকেই নজরবন্দী করা হয়েছিল বীরভূমের লাভপুরের এক বাসিন্দাকে। বিশ্বভারতী এক্সপ্রেসে ওঠার পর থেকেই তাঁকে দেখে সন্দেহ করে রেল পুলিস। সেই থেকেই শুরু হয় পিছু করা। ট্রেন চলতে শুরু করে। ওই সন্দেহভাজন ব্যক্তিকে নজরে রাখে GRP। ট্রেন শক্তিগড়ের কাছাকাছি পৌঁছতেই বর্ধমান পুলিসের সাহায্যে তাঁকে আটক করা হয়। ধর্মতলা থেকে কিছু ধারালো অস্ত্র কিনে বীরভূম ফিরছিল ওই ব্যক্তি। পুলিস সূত্রের খবর, সন্দেহভাজন ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাঁর সঙ্গে JMB-এর কোনও সম্পর্ক আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করছে পুলিস। 

সন্ত্রাসের জন্য ইসলামকে দায়ী করা 'বোকার স্বর্গে মুর্খের বাস'

 

.