উত্তরবঙ্গ সফরে গিয়ে দরাজহস্ত মুখ্যমন্ত্রী

সামনেই ভোট। তাই উত্তরবঙ্গ সফরে গিয়ে দরাজহস্ত মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের জন্য তৈরি হবে পৃথক হেল্থ ডিরেক্টরেট। রুগ্ন পাঁচটি চা বাগান এলাকায় রেশন দোকান খুলে দু টাকা কেজি দরে চাল। উত্তরকন্যায় রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Feb 11, 2014, 09:20 PM IST

সামনেই ভোট। তাই উত্তরবঙ্গ সফরে গিয়ে দরাজহস্ত মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের জন্য তৈরি হবে পৃথক হেল্থ ডিরেক্টরেট। রুগ্ন পাঁচটি চা বাগান এলাকায় রেশন দোকান খুলে দু টাকা কেজি দরে চাল। উত্তরকন্যায় রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গের মানুষের মন পেতে তৈরি করেছেন পৃথক সচিবালয় । সেই সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে একগুচ্ছ জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য পরিবহণে কর্মী নিয়োগ, কাটোয়া বিদ্যুত্ কেন্দ্রের জন্য জমি এবং কয়লা দেওয়ার ঘোষণাও ছিল তালিকায়। উত্তরবঙ্গের রুগ্ন পাঁচটি চাবাগান রেডব্যাঙ্ক, কাঁঠালগুড়ি, সুরেন্দ্রনগর, দালমোর এবং ঢেকলাপাড়ার শ্রমিক পরিবারগুলির জন্য রেশন দোকান তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

.