লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় মন্ত্রী ও বিধায়কদের রাজ্য জুড়ে প্রচারের নির্দেশ মুখ্যমন্ত্রীর
লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রাজ্য জুড়ে প্রচারের জন্য মন্ত্রী, বিধায়কদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সরকারের কাজের ক্ষতিয়ান, পুর এলাকায় একাধিক নীতির রূপায়ণ ও তার প্রচার সহ একাধিক বিষয়ের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি লোকসভা ভোটকে মাথায় রেখেই প্রত্যেক বিধায়ক এবং মন্ত্রীকে নিজেদের কেন্দ্রে বিশেষ ভাবে সক্রিয় হওয়ারও নির্দেশ দেন তিনি। দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। সোমবারই বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল বিধায়ক ও মন্ত্রীদের একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রাজ্য জুড়ে প্রচারের জন্য মন্ত্রী, বিধায়কদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সরকারের কাজের ক্ষতিয়ান, পুর এলাকায় একাধিক নীতির রূপায়ণ ও তার প্রচার সহ একাধিক বিষয়ের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি লোকসভা ভোটকে মাথায় রেখেই প্রত্যেক বিধায়ক এবং মন্ত্রীকে নিজেদের কেন্দ্রে বিশেষ ভাবে সক্রিয় হওয়ারও নির্দেশ দেন তিনি। দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। সোমবারই বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল বিধায়ক ও মন্ত্রীদের একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী..
প্রত্যেক বিধায়ক ও মন্ত্রীকে নিজস্ব এলাকায় সরকারের কাজে সাফল্যের ক্ষতিয়ান প্রচার করতে হবে বিধানসভা চলাকালীন প্রতিদিন প্রত্যেক বিধায়ক, মন্ত্রীর উপস্থিতি বাধ্যতামূলক
বিধানসভায় বিরোধীদের করা প্রতিটি প্রশ্নের যথাযত উত্তর দিতে হবে। অবিলম্বে পুরসভা এলাকায় গ্রিন এবং ক্লিন নীতির রূপায়ন করতে হবে।
প্রয়োজনে মন্ত্রী ও বিধায়কদের রাফ অ্যান্ড টাফ হওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যে সব পুরসভা সঠিক ভাবে গ্রিন এবং ক্লিন নীতির রূপায়ণ করবে না সেই সব পুরসভাগুলি প্রয়োজনে ভেঙে ফেলা হবে। পাশাপাশি রাজ্য জুড়ে দ্রব্যমূল্যবৃদ্ধির জন্য যে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীই দায়ী সেবিষয়েও জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ...রাজ্যে শাক, সবজির পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকায় এলাকায় গিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
যেসব এলাকায় পুরসভা নির্বাচন রয়েছে শুধুমাত্র সেইসব এলাকায় নয়, দুহাজার চোদ্দোর নির্বাচনকে মাথায় রেখেই প্রতিটি এলাকাতেই এই সব নীতিগুলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরসভা গুলিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যাতে টাকার কোনও সমস্যা না হয়, সে বিষয়ে দেখার জন্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।