'ব্যক্তি চোর, দল নয়', মদনই কী টার্গেট মমতার?

'কোনও ব্যাক্তি চুরি করলে সে চোর, দল নয়।' হাওড়ার আমতার সভায় বলেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কার কার দিকে ইঙ্গিত করেলন 'রাফ অ্যান্ড টাফ' দলনেত্রী? ব্যক্তি চুরি করে। দল করে না। আমতায় প্রশাসনিক সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিত কি মদন মিত্রর দিকে? বিধানসভা ভোটের আগে দলনেত্রী কি মদন মিত্রকে ঝেড়ে ফেলতে চাইছেন? জল্পনা রাজনৈতিক মহলে।   

Updated By: Nov 30, 2015, 04:16 PM IST
'ব্যক্তি চোর, দল নয়', মদনই কী টার্গেট মমতার?

ওয়েব ডেস্ক: 'কোনও ব্যাক্তি চুরি করলে সে চোর, দল নয়।' হাওড়ার আমতার সভায় বলেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কার কার দিকে ইঙ্গিত করেলন 'রাফ অ্যান্ড টাফ' দলনেত্রী? ব্যক্তি চুরি করে। দল করে না। আমতায় প্রশাসনিক সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিত কি মদন মিত্রর দিকে? বিধানসভা ভোটের আগে দলনেত্রী কি মদন মিত্রকে ঝেড়ে ফেলতে চাইছেন? জল্পনা রাজনৈতিক মহলে।   

উল্লেখ্য সারদা তদন্তে এবার CBI-এর নোটিস পাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা। সিবিআই সূত্রের খবর, আজই তাঁকে নোটিস পাঠানো হবে। সিজিও কমপ্লেক্স থেকে একাধিকবার ফোন গেছে শঙ্কুদেব পণ্ডার কাছে। কিন্তু এড়িয়ে গেছেন তিনি। গত শুক্রবার সকাল এগারোটায় ছিল চরম সময়সীমা। কিন্তু শঙ্কু তবু অ্যাবসেন্ট। এবার তাই কড়া ভাষায় নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে ক্ষুব্ধ সিবিআই।

 

.