বাংলায় ডিম উত্‍পাদন বাড়ানোয় উদ্যোগী মমতা

রাজ্যের ডিমে কোনও ভয় নেই। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসবাণীর পর এবার নয়া লক্ষ্য নিয়ে ময়দানে রাজ্য সরকার। টার্গেট, বাংলায় ডিম উত্‍পাদন ব্যাপক হারে বাড়ানো। এজন্য উত্‍সাহী মানুষদের দশটি করে হাঁস বা মুরগি বিনা পয়সায় দেবে রাজ্য সরকার। কোনও স্বনির্ভর দল আগ্রহী হলে, তাঁদের পঞ্চাশটি করে হাঁস-মুরগি দেওয়া হবে।

Updated By: Apr 4, 2017, 11:32 PM IST
বাংলায় ডিম উত্‍পাদন বাড়ানোয় উদ্যোগী মমতা

ওয়েব ডেস্ক: রাজ্যের ডিমে কোনও ভয় নেই। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসবাণীর পর এবার নয়া লক্ষ্য নিয়ে ময়দানে রাজ্য সরকার। টার্গেট, বাংলায় ডিম উত্‍পাদন ব্যাপক হারে বাড়ানো। এজন্য উত্‍সাহী মানুষদের দশটি করে হাঁস বা মুরগি বিনা পয়সায় দেবে রাজ্য সরকার। কোনও স্বনির্ভর দল আগ্রহী হলে, তাঁদের পঞ্চাশটি করে হাঁস-মুরগি দেওয়া হবে।

যাবতীয় পরীক্ষার পর রাজ্যে ভেজাল ডিম নিয়ে বিতর্ককে ইতিমধ্যে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বাংলার ডিম সম্পূর্ণ সুরক্ষিত। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীই। সোমবারই তিনি ঘোষণা করেন, রাজ্যে দৈনিক আশি লক্ষ ডিম উত্‍পাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সরকার। (আরও পড়ুন- নতুন জেলা ঝাড়গ্রামের সূচনার পরেই কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী)

.