কেন্দ্রে সমর্থন জারি রেখেই চলবে এফডিআই বিরোধিতা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

টেলিফোন করে তাঁর অসুস্থ মায়ের স্বাস্থ্যের খবর নিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্বয়ং! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই `গ্রেটফুল`। কিন্তু তা বলে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিতর্কে সরাসরি কেন্দ্রের পাশে দাঁড়াতে রাজি নন তৃণমূল নেত্রী।

Updated By: Dec 2, 2011, 06:00 PM IST

টেলিফোন করে তাঁর অসুস্থ মায়ের স্বাস্থ্যের খবর নিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্বয়ং! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই `গ্রেটফুল`। কিন্তু তা বলে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিতর্কে সরাসরি কেন্দ্রের পাশে দাঁড়াতে রাজি নন তৃণমূল নেত্রী।
তবে কি খুচরো ব্যবসায় এফডিআই বিতর্কের জেরে বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাব নিয়ে সংসদে ভোটাভুটি হলে সরকারের বিরুদ্ধে ভোট দেবেন তৃণমূল সাংসদরা?
এ ক্ষেত্রে স্পষ্টতি ব্যাকফুটে তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, কেন্দ্রে সরকার ফেলার কোনও অভিপ্রায় নেই তৃণমূল কংগ্রেসের।
`ভাত দেওয়ার মুরেদ নেই কিল মারার গোঁসাই`! শুক্রবার হুগলী সফরে এসে মিডিয়ার মুখোমুখি হয়ে ঠিক এই ভাষাতেই সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ এবং মাল্টিব্র্যান্ড খুচরো ব্যবসায় ৫১ শতাংশ বিদেশি লগ্নি অনুমোদনের নয়া কেন্দ্রীয় নীতির সমালোচনা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইউপিএ সরকারের এই পদক্ষেপের ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবেন কৃষকরা। তাই কোনওমতেই একে সমর্থন করা যায় না।
বিরোধী শিবিরের সম্মিলত প্রতিবাদ, জোট শরিকদের উষ্মা এমনকী কংগ্রেস নেতৃত্বের একাংশের আপত্তিতে কর্ণপাত না করে ইতিমধ্যেই এফডিআই ইস্যুতে সরাসরি মনমোহনের পাশে
দাঁড়িয়েছেন সোনিয়া গান্ধী। বিষয়টি তৃণমূল নেত্রীরও অবিদিত নেই। আর সে কারণেই এই পরিস্থিতিতে সরাসরি তিনি সংসদে এফডিআই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ভোট দেওয়ার মতো
ঘোষণা করতে পারেননি বলেই রাজনৈতিক মহলের অনুমান।
মুখ্যমন্ত্রী বলেছেন, `আমরা সরকার ফেলার পক্ষপাতী নই`। তা হলে কী ভাবে মিলবে মুখরক্ষার কৌশল?
তাঁর এদিনের সাংবাদিক বৈঠকেই মিলেছে সেই ইঙ্গিত। কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, আপাতত স্থগিত রাখা হোক খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নয়া প্রস্তাব। শরিক দলগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করুক কেন্দ্র। এমনকী আর্থিক সঙ্কট কাটাতে সরকারকে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে তৃণমূলও এ বিষয়ে তার প্রস্তাব দেবে।

.