অর্থনীতিতে নোবেল পাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
"অর্থিনীতিতে যদি কাউকে নোবেল দিতেই হয়, তাহলে নোবেল প্রাপ্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই", এমনই দাবি করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। আসানসোল পুর নিগমের একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে এমন চাঞ্চল্যকর কথাই শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হিসেবে পরিচিত তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে।
ওয়েব ডেস্ক: "অর্থিনীতিতে যদি কাউকে নোবেল দিতেই হয়, তাহলে নোবেল প্রাপ্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই", এমনই দাবি করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। আসানসোল পুর নিগমের একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে এমন চাঞ্চল্যকর কথাই শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হিসেবে পরিচিত তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে।
আসানসোল পুর নিগমে বক্তৃতা করার সময় মন্ত্রী অরূপ বিশ্বাস তৎকালীন বাম সরকারকে কটাক্ষ করেই বলেন, "২ লক্ষ ৩ হাজার কোটি টাকার দেনা মাথায় নিয়েই সরকারে আসে তৃণমূল। রিজার্ভ ব্যাঙ্ক বছর বছর হাজার হাজার কোটি টাকা কেটে নেয়। ঋণগ্রস্থ হয়েও মাননীয়া মুখ্যমন্ত্রী বাংলাকে সাজানোর স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছেন।" এরপরই রাজ্যের যুব কল্যান ও ক্রীড়া মন্ত্রী বলেন, "অর্থনীতিতে যদি কাউকে নোবেল দিতেই হয়, তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রাপ্য"।
ওই অনুষ্ঠানে তদানীন্তন বাম সরকারকে কটাক্ষ করার পাশাপাশি অরূপ বিশ্বাস চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মোদী সরকারকেও। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, "মোদী কেবল ভাষণই দেন"। এর সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে রাজ্যের মন্ত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই আগামী দিনের পথ প্রদর্শক"।