বর্ধমান থেকে পরিবর্তনের ডাক অমিত শাহর

২০১৬-র নির্বাচনে তৃণমূলকে বাংলা থেকে উতখাতের ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শা। আজ খাগড়াগড়ের জনসভায় তৃণমূলের বিরুদ্ধে চড়া আক্রমণ শানালেন বিজেপি সভাপতি। তাঁর দাবি, রাজ্যকে ক্রমেই পিছিয়ে দিচ্ছে তৃণমূল সরকার।

Updated By: Jan 20, 2015, 04:08 PM IST
বর্ধমান থেকে পরিবর্তনের ডাক অমিত শাহর

বর্ধমান: ২০১৬-র নির্বাচনে তৃণমূলকে বাংলা থেকে উতখাতের ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শা। আজ খাগড়াগড়ের জনসভায় তৃণমূলের বিরুদ্ধে চড়া আক্রমণ শানালেন বিজেপি সভাপতি। তাঁর দাবি, রাজ্যকে ক্রমেই পিছিয়ে দিচ্ছে তৃণমূল সরকার।

বাংলা দখলের লক্ষ্যে বর্ধমান দিয়ে জেলা সফর শুরু বিজেপি সভাপতি অমিত শাহের। ২০১৬-রর আগে প্রত্যেক জেলায় কর্মীদের নিয়ে বৈঠক ও জনসভা করবেন বিজেপি সভাপতি। বর্ধমান দিয়েই সেই রাজনৈতিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন ।

 চৌরঙ্গী মাঠে আর কিছুক্ষণের মধ্যেই সভা করবেন বিজেপি সভাপতি। বর্ধমানকে বেছে নেওয়ার কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে খাগড়গড় বিস্ফোরণের তথ্য। বিজেপির তরফে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। দুহাজার ষোলোর নির্বাচনেও বিজেপির প্রচারে গুরুত্ব পাবে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি।

 

.