বাবুলগড়ে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রী

আসানসোলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। একশো দিনের কাজ থেকে শুরু করে রাজ্যের বঞ্চনা, কেন্দ্রকে কার্যত কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Nov 27, 2014, 06:44 PM IST
বাবুলগড়ে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: আসানসোলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। একশো দিনের কাজ থেকে শুরু করে রাজ্যের বঞ্চনা, কেন্দ্রকে কার্যত কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত লোকসভা নির্বাচনে ৩৪টি আসন পেলেও তৃণমূল ধাক্কা খেয়েছিল  দার্জিলিং ও আসানসোলে। দার্জিলিংয়ে বিজেপির সঙ্গে মোর্চা থাকলেও আসানসোলে কিন্তু বাবুল সুপ্রিয় জিতেছিলেন একক শক্তিতেই। বিজেপির সেই জয়ের পর বৃহস্পতিবার প্রথম আসানসোলে পা দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠান। কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়েও কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও তাঁর নিশানায় প্রধানমন্ত্রী।

কখনও আবার কেন্দ্রীয় সরকারই তাঁর আক্রমণের লক্ষ্য। লোকসভা ভোটে বাবুল সুপ্রিয়র প্রচারের অন্যতম হাতিয়ারই ছিল অনুন্নয়ন। তার পাল্টা হিসাবে মুখ্যমন্ত্রী এদিন যেন কল্পতরু। তবে সব ছাপিয়ে এদিন তাঁর নিশানায়  ছিল বিজেপি-ই ।

.