আজও স্তব্ধ মাকড়া গ্রাম, বিজেপির মিছিল শহরে
গতকাল মাস্কেটবাহিনীর তাণ্ডবের পর আজও থমথমে বীরভূমের পাড়ুইয়ের মাকড়া গ্রাম। গ্রামে নেই পুলিস। আতঙ্কে ঘর ছাড়ছেন বাসিন্দারা। গতকালের পর গ্রামজুড়ে শ্মশানের স্তব্ধতা। গ্রামের শিশু, মহিলাদের মুখে এখনও মাস্কেট বাহিনীর তাণ্ডবের আতঙ্ক স্পষ্ট। প্রান বাঁচাতে ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছেন গ্রামের বাসিন্দারা।
বোলপুর: গতকাল মাস্কেটবাহিনীর তাণ্ডবের পর আজও থমথমে বীরভূমের পাড়ুইয়ের মাকড়া গ্রাম। গ্রামে নেই পুলিস। আতঙ্কে ঘর ছাড়ছেন বাসিন্দারা। গতকালের পর গ্রামজুড়ে শ্মশানের স্তব্ধতা। গ্রামের শিশু, মহিলাদের মুখে এখনও মাস্কেট বাহিনীর তাণ্ডবের আতঙ্ক স্পষ্ট। প্রান বাঁচাতে ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছেন গ্রামের বাসিন্দারা।
মাখড়ায় মাস্কেট বাহিনীর তাণ্ডবের ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলল বিজেপি। বিজেপি রাজ্য নেতৃত্বের অভিযোগ, সরকারি নির্দেশে পুলিসকে নিষ্ক্রিয় রেখেই হামলা চালানো হয়েছে মাখড়ায়। ঘটনার প্রতিবাদে আজ কলকাতায় মৌন মিছিল করে বিজেপি। এদিন বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল বেরিয়ে শেষ হয় ধর্মতলায়। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আগামিকালই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আগামিকালই ফের মাখড়ায় যাবেন বিজেপির প্রতিনিধি দল। একত্রিশে অক্টোবর মাখড়া যাবেন বিজেপি সাংসদদের একটি দল। আজ মিছিল শুরুর আগে একথা জানান রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা।