মধ্যগ্রামের নির্যাতিতার দেহ জবরদলখলের অভিযোগ, শ্মশানের পথে রওনা দিল পুলিস

শেষ অবধি থেমে গেল জীবনযুদ্ধ। বছরের শেষদিনে মধ্যমগ্রামের নির্যাতিতার জীবনাবসান হল। আরজিকরে ভর্তি ছিল এই নির্যাতিতা কিশোরী। ধর্ষণের অভিযোগ তোলার জন্য একটানা হুমকি এবং কুত্‍সা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে গণধর্ষণের শিকার ওই কিশোরী। ঘটনাটি ঘটেছিল এয়ারপোর্ট আড়াই নম্বর এলাকায়।

Updated By: Dec 31, 2013, 08:47 PM IST

মধ্যগ্রামের নির্যাতিতার দেহ জবরদলখলের অভিযোগ। বাড়ি থেকে পিস হাভেনে নিয়ে যাওয়া হচ্ছিল মৃতার দেহ। অভিযোগ, সেইসময় মাঝপথ থেকে দেহ নিয়ে শ্মশানের পথে রওনা দেয় পুলিস।

শেষ অবধি থেমে গেল জীবনযুদ্ধ। বছরের শেষদিনে মধ্যমগ্রামের নির্যাতিতার জীবনাবসান হল। আরজিকরে ভর্তি ছিল এই নির্যাতিতা কিশোরী। ধর্ষণের অভিযোগ তোলার জন্য একটানা হুমকি এবং কুত্‍সা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে গণধর্ষণের শিকার ওই কিশোরী। ঘটনাটি ঘটেছিল এয়ারপোর্ট আড়াই নম্বর এলাকায়।

বাবা অসুস্থ বলে ডেকে নিয়ে গিয়ে গত ২৫ অক্টোবর মধ্যেমগ্রামে ওই কিশোরীকে গণধর্ষণ করে কয়েকজন যুবক। পরদিন থানায় অভিযোগ জানায় কিশোরীর পরিবার। কিশোরীর মেডিক্যাল টেস্টও করা হয়। মেডিক্যাল টেস্ট সেরে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে ফের গণধর্ষণ করা হয় কিশোরীকে। এই ঘটনায় ৬জনকে গ্রেফতারও করে পুলিস।

এরপর থেকে ধৃত দুষ্কৃতীদের সঙ্গীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত হমকি দিতে থাকে ওই পরিবারকে। আতঙ্কে মধ্যমগ্রাম ছেড়ে এয়ারপোর্ট দু নম্বর গেটের কাছে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে পরিবার। অভিযোগ, সেখানেও চলে আসে দুষ্কৃতীদের সঙ্গীরা।

অভিযোগ তোলার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হয় পরিবারকে। একইসঙ্গে কিশোরীর নামে কুত্‍সা ছড়ানোর কাজ চলতে থাকে। ওই পরিবারের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। হুমকির পাশাপাশি চলে কুত্‍সা । অসম্মান সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আরজি করে ভর্তি করা হয়েছে তাকে।

.