মাধ্যমিক ২০১৬-র মেধাতালিকা একনজরে, মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার তিতাস দুবে ও হুগলীর দেবদত্তা পাল
প্রকাশিত হল মাধ্যমিক ২০১৬ পরীক্ষার ফলাফল। সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। প্রথম দশে রয়েছে মোট ৬৬ জন। তার মধ্যে ১৭ জন মেয়ে। ৬৮৩ নম্বর প্রথম হয়েছে কোচবিহারের শৌভিক বর্মণ। মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার তিতাস দুবে ও হুগলীর দেবদত্তা পাল।
Updated By: May 16, 2016, 12:41 PM IST
![মাধ্যমিক ২০১৬-র মেধাতালিকা একনজরে, মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার তিতাস দুবে ও হুগলীর দেবদত্তা পাল মাধ্যমিক ২০১৬-র মেধাতালিকা একনজরে, মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার তিতাস দুবে ও হুগলীর দেবদত্তা পাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/10/55058-kriti.png)
ওয়েব ডেস্ক : প্রকাশিত হল মাধ্যমিক ২০১৬ পরীক্ষার ফলাফল। সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। প্রথম দশে রয়েছে মোট ৬৬ জন। তার মধ্যে ১৭ জন মেয়ে। ৬৮৩ নম্বর প্রথম হয়েছে কোচবিহারের শৌভিক বর্মণ। মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার তিতাস দুবে ও হুগলীর দেবদত্তা পাল।
মেধাতালিকা একনজরে
১ম- শৌভিক বর্মণ, কোচবিহার মাথাভাঙা হাইস্কুল (প্রাপ্ত নম্বর ৬৮৩)
২য়- তিতাস দুবে, বাঁকুড়ার সিমলাপাল মঙ্গলাময়ী বালিকা বিদ্যামন্দির (প্রাপ্ত নম্বর ৬৮২)
দেবদত্তা পাল, চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী গার্লস হাইস্কুল (প্রাপ্ত নম্বর ৬৮২)
রমিক দত্ত, দুবরাজ শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ (প্রাপ্ত নম্বর ৬৮২)
৩য়- শুভ্রজিত্ মণ্ডল, চাকদা রামলাল অ্যাকাডেমি (প্রাপ্ত নম্বর ৬৮১)
অনীক ঘোষ, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন (প্রাপ্ত নম্বর ৬৮১)