শালীনতার সীমা ছাড়ালেন মদন, নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী
শালীনতার সীমা ছাড়ালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সোমবার উত্তর দিনাজপুরের এক নির্বাচনী সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন তিনি। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআইএম।
শালীনতার সীমা ছাড়ালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সোমবার উত্তর দিনাজপুরের এক নির্বাচনী সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন তিনি। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআইএম।
কয়েকদিন আগেই বেলাগাম অনুব্রতকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। এবার নিজেই শালীনতার সীমা ছাড়ালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সোমবার উত্তর দিনাজপুরের রূপাহার গ্রামের নির্বাচনী প্রচারে তিনি অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।
মদন মিত্রের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআইএম।
সোমবার নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও মুখ খোলেন পরিবহণমন্ত্রী।
পালাবদলের পর থেকেই বারবার শালীনতার সীমা ছাড়াতে দেখা গিয়েছে শাসকদলের বিভিন্ন নেতামন্ত্রীকে। সাম্প্রতিক অতীতে তৃণমূল সাংসদ তাপস পাল, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক মণিরুল ইসলামের মতো নেতাদের মুখে শোনা গিয়েছে আপত্তিকর মন্তব্য। পরিবহণ মন্ত্রী নিজে সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন।