হারের ময়নাতদন্ত করে কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে চিঠি মদনের
বিধানসভায় মদন মিত্রের হার নিয়ে আগেই উঠেছিল গোষ্ঠীকোন্দলের অভিযোগ। আর এই অভিযোগে মদন অনুগামী আর কামারহাটি পুরসভার চেয়ারম্যানের অনুগামীদের মধ্যে হাতাহাতিও হয়ে যায়।
ওয়েব ডেস্ক: বিধানসভায় মদন মিত্রের হার নিয়ে আগেই উঠেছিল গোষ্ঠীকোন্দলের অভিযোগ। আর এই অভিযোগে মদন অনুগামী আর কামারহাটি পুরসভার চেয়ারম্যানের অনুগামীদের মধ্যে হাতাহাতিও হয়ে যায়।
এবার পুরসভার চেয়ারম্যানকে খোলা চিঠি লিখলেন মদন মিত্র। আর এই চিঠিই ছাপার অক্ষরে প্রচারপত্র হিসেবে বিলি হয়ে গিয়েছে এলাকার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে। সংবাদমাধ্যমের হাতেও পৌছে গিয়েছে এই চিঠি। চিঠিতে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে, ‘আমার প্রিয় গোপাল’ বলে সম্বোধন করেছেন মদন মিত্র। মদন লিখেছেন, মোট ২১৫টা বুথ পিছু ১৭-১৮টা করে ভোট পেলেই তিনি জয়ী হতেন। পাশাপাশি তাঁর মন্তব্য, দু’জন বাম-বিরোধী নির্দল প্রার্থী পেয়েছেন ১ হাজার ৯০০ ভোট । নোটায় পড়েছে ২ হাজার ৬০০-রও বেশি ভোট। এর থেকেই বোঝা যায়, মানুষ তাঁকে হারাতে চায়নি। তবে কি হারের জন্য দলের নেতা গোপাল সাহার দিকেই অভিযোগের আঙুল তুলছেন মদন মিত্র? এ প্রশ্নটা উঠতে শুরু করেছে।