কামারহাটিতে ক্লাবের দাদাগিরি
ক্লাবঘর দোতলা করে দিতে হবে। এই ছিল দাবি। প্রোমাটার দাবিমতো কাজ না করায় জমির মালিককে পেটাল ক্লাবের ছেলেরা। বাদ গেলেন না পরিবারের লোকেরাও। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ওয়েব ডেস্ক: ক্লাবঘর দোতলা করে দিতে হবে। এই ছিল দাবি। প্রোমাটার দাবিমতো কাজ না করায় জমির মালিককে পেটাল ক্লাবের ছেলেরা। বাদ গেলেন না পরিবারের লোকেরাও। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন- যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চঞ্চল্য হালিশহরে
উত্তর চব্বিশ পরগনার কামারহাটির ঘটনা। পঁচিশ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয়নগর এলাকায় বালক সংঘ ক্লাবের বিরুদ্ধে অভিযোগ। গত একবছর ধরে স্থানীয় বাসিন্দা সুধীন বন্দ্যোপাধ্যায় ও সুস্মিত ভট্টাচার্যের তেরো কাঠা জমিতে চারতলা ফ্ল্যাট তৈরি হচ্ছে। গোড়াতেই মোটা টাকা দাবি করে বালক সংঘ ক্লাব। তখন ঠিক হয় ক্লাবঘরটি দোতলা করে দেবেন প্রোমোটার। কাজ শুরুও হয়। কিন্তু, রবিবার রাজমিস্ত্রিরা না আসায় ক্লাবের ছেলেরা জমির মালিক সুস্মিত ভট্টাচার্য ও তাঁর পরিবারের ওপর চড়াও হয়। বন্ধ করে দেওয়া হয় নির্মীয়মাণ ফ্ল্যাটের কাজও। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।