গুড়িয়া হত্যাকাণ্ডে ২ জনের যাবজ্জীবন

গুড়িয়া হত্যাকাণ্ডে শ্যামল ঘোষ ও উদয়চাঁদ কুমারকে যাবজ্জীবন সাজা দিল আদালত। দুজনকেই একলক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের সশ্রম করাদণ্ডের মেয়াদ বাড়বে আরও দুবছর । আজ  চুঁচুড়া আদালতের বিচারক এই মামলার রায় ঘোষণা করা করেন।

Updated By: Sep 16, 2014, 02:42 PM IST
গুড়িয়া হত্যাকাণ্ডে ২ জনের যাবজ্জীবন

ওয়েব ডেস্ক: গুড়িয়া হত্যাকাণ্ডে শ্যামল ঘোষ ও উদয়চাঁদ কুমারকে যাবজ্জীবন সাজা দিল আদালত। দুজনকেই একলক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের সশ্রম করাদণ্ডের মেয়াদ বাড়বে আরও দুবছর । আজ  চুঁচুড়া আদালতের বিচারক এই মামলার রায় ঘোষণা করা করেন।

 অভিযুক্ত মোট ১১ জনের মধ্যে বাকি নজনকে অবশ্য বেকসুর খালাসের নির্দেশ দেইইন বিচারক। ২০১২  চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তেই প্রথম সামনে আসে গুড়াপের হোমে পৈশাচিক কার্যকলাপের খবর। গুড়িয়া নামে এক মানসিক ভারসাম্যহীন আবাসিককে ধর্ষণ ও খুন করে পুঁতে রাখার খবর ফাঁস করে চব্বিশ ঘণ্টা। দুবছর ধরে চলা মামলায় সাক্ষ্য দেন মোট সাতাশ জন।

 

.