ফের গণপিটুনিতে চিতাবাঘের মৃত্যু
ফের পিটিয়ে মারা হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘকে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ এলাকায়। এদিন ভোরে জামালদহের একটি গ্রামে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘটি। প্রথমে আতঙ্কিত গ্রামবাসীরা নিজেরাই চিতাবাঘটিকে তাড়ানোর উদ্যোগ নেন।
ফের পিটিয়ে মারা হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘকে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ এলাকায়।
এদিন ভোরে জামালদহের একটি গ্রামে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘটি। প্রথমে আতঙ্কিত গ্রামবাসীরা নিজেরাই চিতাবাঘটিকে তাড়ানোর উদ্যোগ নেন। সেই সময়েই চিতাবাঘের হামলায় আহত হন ৪-৫ জন স্থানীয় বাসিন্দা। পরে মেখলিগঞ্জ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস এবং বনকর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘক্ষণ চেষ্টা করেও চিতাবাঘটিকে কাবু করতে পারেননি বনকর্মীরা। চিতাবাঘের হামলায় জখম হন ২ জন বনকর্মীও। এরপর ঘটনাস্থলে বনকর্মীদের আটকে রেখে, চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বাধা দিতে গেলে আক্রান্ত হন বনকর্মীরাও। বনদফতরের দুটি গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। গোট ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন বনমন্ত্রী হিতেন বর্মন।