কংগ্রেসের মাস্টার স্ট্রোক, বাম-কংগ্রেস অঘোষিত জোট কান্দিতে
বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট এখনও জল্পনার স্তরে। এরই মাঝে কান্দিতে বাম-কংগ্রেস অঘোষিত জোট। তৃণমূলকে রুখতে কংগ্রেসের মাস্টার স্ট্রোক। আস্থা ভোটের আগে বাম সমর্থিত নির্দল প্রার্থীকে উপ-পুরপ্রধান ঘোষণা। বোর্ড দখলে থাকলে ওই কাউন্সিলরকে পুর প্রধান করারও আগাম ঘোষণা অধীর চৌধুরীর।
ওয়েব ডেস্ক: বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট এখনও জল্পনার স্তরে। এরই মাঝে কান্দিতে বাম-কংগ্রেস অঘোষিত জোট। তৃণমূলকে রুখতে কংগ্রেসের মাস্টার স্ট্রোক। আস্থা ভোটের আগে বাম সমর্থিত নির্দল প্রার্থীকে উপ-পুরপ্রধান ঘোষণা। বোর্ড দখলে থাকলে ওই কাউন্সিলরকে পুর প্রধান করারও আগাম ঘোষণা অধীর চৌধুরীর।
দল ভাঙিয়েছে তৃণমূল। কান্দি পুরসভা প্রায় হাত ছাড়া হতে বসেছিল কংগ্রেসের।
এক নজরে কান্দি পুরসভা
১৮ আসনের কান্দি পুরসভায় কংগ্রেসের দখলে ছিল ১৩টি আসন।
তৃণমূলের ৩টি এবং ২টি আসন ছিল বাম সমর্থিত নির্দলদের দখলে।
কদিন আগেই কংগ্রেস ছেড়ে ৫ কাউন্সিলর যোগ দেন তৃণমূলে।
অর্থাত্ কংগ্রেস -তৃণমূল দুতরফের পক্ষেই ৮ কাউন্সিলর।
বোর্ড গড়তে যে কোনও পক্ষেরই এখন প্রয়োজন বাম সমর্থিত নির্দল দের সমর্থন।
এ পরিস্থিতিতে বোর্ড ধরে রাখতে প্রকাশ্যেই বাম সমর্থিত নির্দলদের পাশে চান অধীর চৌধুরী। কংগ্রেসের সঙ্গে জোটে ক্ষতির কিছুই দেখছেন না বাম সমর্থিত নির্দল কাউন্সিলররাও। তৃণমূল অবশ্য দাবি করেছে বাম সমর্থিত নির্দল কাউন্সিলররা তাদের সঙ্গে আছে। ২৯ তারিখ শেষ হাসি হাসবেন তাঁরাই। এই পরিস্থিতিতেই নির্দল কাউন্সিলর সান্ত্বনা রায়কে আপাতত উপ পুর প্রধানের পদটি ছেড়ে দিল কংগ্রেস।
শিলিগুড়ির পর কান্দি। পুরবোর্ড দখলে রাখতে হাতে হাত বাম-কংগ্রেসের। বিধানসভা ভোটেও কী একই মডেল দেখবে রাজ্য?