বুথের ভিতরে ছবি তুললেন রূপা, কমিশনে নালিশ লক্ষ্মীর

ভোটের দিন নিজের কেন্দ্র উত্তর হাওড়া কার্যত দাপিয়ে বেড়ালেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। সকাল থেকেই অ্যাকটিভ রূপা। দুপুরের পর অবশ্য রূপার গতিবিধির ওপর নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন।

Updated By: Apr 25, 2016, 07:58 PM IST
 বুথের ভিতরে ছবি তুললেন রূপা, কমিশনে নালিশ লক্ষ্মীর

ওয়েব ডেস্ক: ভোটের দিন নিজের কেন্দ্র উত্তর হাওড়া কার্যত দাপিয়ে বেড়ালেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। সকাল থেকেই অ্যাকটিভ রূপা। দুপুরের পর অবশ্য রূপার গতিবিধির ওপর নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন।

বুথজ্যামের অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় তিতিবিরক্ত ভোটাররা। খবর পেয়ে বুথে হাজির বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। সঙ্গে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক।

একই অভিযোগ পেয়ে হাজির রূপা। সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। বিষয়টি জানিয়ে অবজার্ভারকে রিপোর্ট করেন রূপা। রূপার নিশানায় হাওড়া পুরসভার ডেপুটি মেয়র। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তো ছিলই। ভোটকর্মী, এমনকি বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ তুলতে ছাড়লেন না রূপা গাঙ্গুলি। তবে রূপার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা। তৃণমূল প্রার্থী  রূপার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনে কমিশনে নালিশ করেন লক্ষ্মীরতন শুক্লা। বুথের ভিতর ঢুকে বিজেপি প্রার্থী কোন অধিকারে মোবাইলে ছবি তুললেন, সে প্রশ্নও তোলেন তিনি। এরপরই রূপা গাঙ্গুলির গতিবিধি নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করে কমিশন। কমিশনের নজরদারির কথা শুনেও দমলেন না রূপা। তখনও তিনি ক্ষিপ্ত। এবার তাঁর টার্গেট কমিশন।

.