সক্রিয় বাহিনী, শেষ দফার ভোট নির্বিঘ্নেই: LIVE UPDATES

আজ রাজ্যে শেষ দফার ভোট। ভোটগ্রহণ চলছে ২৫টি কেন্দ্রে। বাকি দফাগুলির মত শেষ দফাতেও সুষ্ঠু ও অবাধ নির্বাচন করাতে বধ্যপরিকর কমিশন। নির্বাচনে গন্ডগোল, রক্তপাত এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Updated By: May 5, 2016, 05:10 PM IST
সক্রিয় বাহিনী, শেষ দফার ভোট নির্বিঘ্নেই: LIVE UPDATES

ওয়েব ডেস্ক : আজ রাজ্যে শেষ দফার ভোট। ভোটগ্রহণ চলছে ২৫টি কেন্দ্রে। বাকি দফাগুলির মত শেষ দফাতেও সুষ্ঠু ও অবাধ নির্বাচন করাতে বধ্যপরিকর কমিশন। নির্বাচনে গন্ডগোল, রক্তপাত এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

একনজরে ভোটের LIVE UPDATES:

  • তৃণমূলের দুই প্রার্থী উদয়ন গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে FIR-এর নির্দেশ নির্বাচন কমিশনের।
  • দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল- মোট ৭৪.১৫ শতাংশ। কোচবিহার- ৭২.৩১ শতাংশ। পূর্ব মেদিনীপুর- ৭৫.১৯ শতাংশ।
  • মালদার কালিয়াচকে জালালপুর গ্রামে চলল গুলি। আহত দু'জন মালদা জেলা হাসপাতালে ভর্তি।
  • এই ঘটনায় প্রিসাইডিং অফিসারের কাছে জবাব তলব। রাজেশ বর্মণকে আটক করল কেন্দ্রীয় বাহিনী।
  • বুথে ঢুকে 'দাদাগিরি' পুলিসের। অভিযুক্ত পুলিস অফিসারের নাম রাজেশ বর্মণ।
  • দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল- মোট ৬১.৮৮ শতাংশ...কোচবিহার-৫৮.৮১ শতাংশ, পূর্ব মেদিনীপুর-৬৩.৬১ শতাংশ
  • শীতলকুচির আকড়ার হাটে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ। আহত ৬।
  • সকাল ১১টা : ভোট পড়ল ৪৫.৮৮ শতাংশ। কোচবিহার ও পূর্ব মেদিনীপুরে যথাক্রমে ৪২.০৭ ও ৪৮.০২ শতাংশ ভোট।
  • পূর্ব মেদিনীপুরের রামনগরের বিভিন্ন বুথে অবাধে ঢুকছে-বেরোচ্ছে সন্দেহভাজনরা। একশো মিটারের মধ্যেই অবাঞ্ছিতদের জমায়েত। অভিযোগ, আধাসেনা বা সেক্টর অফিসার নির্বিকার।
  • পূর্ব মেদিনীপুরের এগরার হুরকুচিয়া স্কুলে বুথ থেকে বেরোনোর দরজার পাশেই রাখা EVM মেশিন। বিষয়টি নজরে আসায় প্রিসাইডিং অফিসারকে জানালে ঘুরিয়ে দেওয়া হয় মেশিন।
  • পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী, পুলিস অফিসারের আশ্বাসের পরও ভোট দিতে গেল না গ্রামবাসী। 
  • সকাল ৯টা : মোটের উপর ভোট পড়ল ২৩.৪৬ শতাংশ। ভোটের হার কোচবিহারে ২১.৫৯ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ২৪.৪৫ শতাংশ।
  • পূর্ব মেদিনীপুরের ময়নায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগে ধৃত ৫ তৃণমূল কর্মী। আটক আরও ২।

  • প্রথম কয়েক ঘণ্টাতেই ৩৫০টি অভিযোগ জমা পড়ল কমিশনে। জেলা প্রশাসনের রিপোর্ট চাইল কমিশন।
  • এই ঘটনায় বিক্ষোভ জাতীয় সড়কে। বিক্ষোভের মুখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

  • নাটাবাড়ির চিলাখানায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। পরিস্থিতি আয়ত্তে আনতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।

  • কোচবিহারের দিনহাটায় বুড়িরহাটের সাতের আট ও সাতের নয় নম্বর বুথের তৃণমূল ছাড়া আর কোনও দলের কোনও এজেন্ট নেই। এজেন্টকে পথেই আটকে দেওয়া হয়েছে বলে কমিশনে অভিযোগ ফরওয়ার্ড ব্লকের।
  • মুর্শিদাবাদ জেলা তৃণমূল সম্পাদক সুবীর সরকার গুলিবিদ্ধ। গুলি লেগেছে হাতে, পায়ে ও বুকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সুবীর সরকার। এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

  • নগর লালবাজারে 'আক্রান্ত' ভোটার। ভোট দিয়ে ফেরার পথে হামলার অভিযোগ।
  • শীতলকুচিতে ২৭৬ নম্বর বুথে বাম এজেন্টকে মারধরের অভিযোগ।
  • পাশকুঁড়ায় বাম পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ।
  • হলদিয়ার মহাপ্রভুচক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিলেন শুভেন্দু অধিকারী।

  • শীতলকুচিতে ২৮০, ২৮১ নম্বর বুথে ছাপ্পাভোটের অভিযোগ ঘিরে উত্তেজনা। অভিযোগ অস্বীকার শাসকদলের।
  • কোচবিহারের শীতলকুচিতে ১৪০ নম্বর বুথে বাম প্রার্থীর এজেন্ট মানসী বর্মণের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠল।
  • গোটা পূর্ব মেদিনীপুরে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এজেন্ট না দিতে পেরে বিরোধীরা ভয় দেখানোর যে অভিযোগ তুলছেন তা মিথ্যে। দাবি করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী।
  • ভোটের দিন সকালে নন্দীগ্রামে অসহায় সিপিআই প্রার্থী শেখ আবদুল কবির। কোনও বুথেই এজেন্ট দিতে পারছেন না তিনি। শাসকদলের বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগ তুলেছেন জোটপ্রার্থী।
  • বুথে কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জেও। এর জেরে উত্তেজনা ছড়ায় নয়নেশ্বরীর ১৯৩ এবং ১৯৪ নম্বর বুথে।
  • কোচবিহারের সিতাইয়ে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ৭০ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে  ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
  • ভোট শুরুর আগেই উত্তেজনা। কোচবিহারের নাটাবাড়িতে ২৬ ও ২৫৯ নম্বর বুথে সিপিএম এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠল।

.