সঙ্গীর অভাবেই লোকালয়ে বাঘ, মন্তব্য রাজ্যের বনমন্ত্রীর

সুন্দরবন এলাকায় বাঘেরা প্রায়শই লোকালয়ে চলে আসে। বাঘের আক্রমণে জখম হয় গবাদিপশু থেকে স্থানীয় বাসিন্দারা। বনদফতরে কি কোনও গাফলতি আছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে?

Updated By: May 28, 2015, 05:51 PM IST
সঙ্গীর অভাবেই লোকালয়ে বাঘ, মন্তব্য রাজ্যের বনমন্ত্রীর

ওয়েব ডেস্ক: সুন্দরবন এলাকায় বাঘেরা প্রায়শই লোকালয়ে চলে আসে। বাঘের আক্রমণে জখম হয় গবাদিপশু থেকে স্থানীয় বাসিন্দারা। বনদফতরে কি কোনও গাফলতি আছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে?

এই প্রশ্নে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ মজার ছলে জানান, অল্প বয়সী বাঘেরা সাধারণত তিন-চারটে বাঘিনী নিয়ে থাকে। বুড়ো বাঘেদেরকে বাঘিনীদের কাছে ঘেঁসতে দেয়না অল্প বয়সী বাঘেরা। তাদের সঙ্গে এঁটে উঠতে না পেরে বন ছেড়ে চলে আসছে। আর লোকালয়ে হাতি আসার কারণে তিনি আরও একটি যুক্তি দেখান। হাতিরা নাকি সেদ্ধ ধান খেতে খুব ভালোবাসে।

রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ঘোষণা করেন, বাঘের আক্রমণে মৃত্যু হল আড়াই লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়া হবে। এরআগে মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হত।

.