লোকসভার লড়াই- কেন্দ্র- কলকাতা দক্ষিণ
তৃণমূলের দুর্গ বলা হয় এই লোকসভা কেন্দ্রটিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই কেন্দ্রেই। রাজ্যের পাঁচ-পাঁচজন মন্ত্রীও এই কেন্দ্রের বিধায়ক। তবে কী এবারের ভোট তো একদম ব্যতিক্রমী। চতুর্মুখী লড়াইয়ে তাই কিছুটা জমিয়ে দিয়েছে। তৃণমূল বলছে , এবার শুধু মার্জিনের লড়াই। বামপন্থীরা বলছেন, জোর লড়াই হবে।
তৃণমূলের দুর্গ বলা হয় এই লোকসভা কেন্দ্রটিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই কেন্দ্রেই। রাজ্যের পাঁচ-পাঁচজন মন্ত্রীও এই কেন্দ্রের বিধায়ক। তবে কী এবারের ভোট তো একদম ব্যতিক্রমী। চতুর্মুখী লড়াইয়ে তাই কিছুটা জমিয়ে দিয়েছে। তৃণমূল বলছে , এবার শুধু মার্জিনের লড়াই। বামপন্থীরা বলছেন, জোর লড়াই হবে।
--------------------
ভোট হবে-১২ মে
------------
এই কেন্দ্রের প্রার্থীরা--
সুব্রত বক্সি (তৃণমূল)
নন্দিনী মুখার্জী (বামফ্রন্ট)
মালা রায় (কংগ্রেস)
তথাগত রায় (বিজেপি)
জুবের রব্বানি (এসইউসিআই)
মুদার পাথেরাই (আম আদমি পার্টি)
-----------------
এই কেন্দ্রে যে সকল বিধানসভা কেন্দ্র রয়েছে--
কেন্দ্র- বিধায়ক (দল)
কসবা-জাভেদ খান (তৃণমূল)
বেহালা পূর্ব- শোভন চ্যাটার্জি (তৃণমূল)
বেহালা পশ্চিম- পার্থ চ্যাটার্জি (তৃণমূল)
কলকাতা পোর্ট- ববি হাকিম (তৃণমূল)
ভবানীপুর- মমতা ব্যানার্জি (তৃণমূল)
রাসবিহারী- শোভনদেব চট্টোপাধ্যায় (তৃণমূল)
বালিগঞ্জ- সুব্রত মুখার্জি (তৃণমূল)
--------------
২০১১ সালে লোকসভা উপনির্চানের ফলাফল
তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি ২ লক্ষ ১৯ হাজার ৫৭১ ভোটে হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্টের ঋতব্রত ব্যানার্জিকে।
--------------
২০০৯ সালে মমতা ব্যানার্জি ২ লক্ষ ২০ হাজারের মত ভোটে হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন দেবকে।