কেএলও নাম করে টাকা তোলার অভিযোগ গ্রেফতার মাধ্যমিক পরীক্ষার্থী
পরীক্ষা দিয়ে বেরোতেই ছেলেটিকে গ্রেফতার করল পুলিস। হতবাক সবাই। কেন গ্রেফতার করা হল মাধ্যমিক পরীক্ষার্থীকে? জানা গেল, হুমকি দিয়ে কেএলও-র হয়ে টাকা তুলত মালদার হবিবপুর কেন্দপুকুর হাইস্কুলের ছাত্র অমিত সরকার। গ্রেফতার হয়েছে তার আরও এক সঙ্গী দীপু মাহাতো। আজ দু`জনকেই তোলা হবে মালদা আদালতে।
পরীক্ষা দিয়ে বেরোতেই ছেলেটিকে গ্রেফতার করল পুলিস। হতবাক সবাই। কেন গ্রেফতার করা হল মাধ্যমিক পরীক্ষার্থীকে? জানা গেল, হুমকি দিয়ে কেএলও-র হয়ে টাকা তুলত মালদার হবিবপুর কেন্দপুকুর হাইস্কুলের ছাত্র অমিত সরকার। গ্রেফতার হয়েছে তার আরও এক সঙ্গী দীপু মাহাতো। আজ দু`জনকেই তোলা হবে মালদা আদালতে।
কয়েকদিন ধরেই ফোনে হুমকি পাচ্ছিলেন মঙ্গলপুরার বিজেপি অঞ্চল সভাপতি বিপিন মণ্ডল। কেএলও নেতা মালখান সিংয়ের নাম করে চাওয়া হচ্ছিল কয়েকলক্ষ টাকা। শেষপর্যন্ত হবিবপুর থানায় অভিযোগ জানান বিপিনবাবু। মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিস। জানা যায় ফোনটি এলাকারই কেন্দাপুকুর হাইস্কুলের ছাত্র অমিত সরকারের। কিন্তু, অমিত তো পরীক্ষা দিতে গেছে। মাধ্যমিক পরীক্ষা। সিট পড়েছে ডালনা হাইস্কুলে। তাই স্কুলের গেটেই অপেক্ষা করছিল পুলিস। পরীক্ষা দিয়ে বেরোতেই আটক করা হয় অমিতকে।
শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায় অমিত একা নয়। তার সঙ্গে স্থানীয় গ্যারেজ মিস্ত্রি দীপু মাহাতোও রয়েছে। মুখোমুখি বসানো হয় দুজনকে। ফের শুরু হয় হয় জেরা। তাতেই জানা যায়, কেএলও-র হয়ে হুমকি দিয়ে টাকা তুলত ওরা। একাধিক ফোনের সিম ব্যবহার করে চলত এই তোলাবাজি।